সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
লেখালিখি

ইচ্ছামতীর জন্য তোমার লেখা গল্প , কবিতা বা আঁকা ছবি পাঠাও। গল্প বা কবিতা ছাড়াও লেখা পাঠাতে পারো তোমার পছন্দের যেকোন বিষয়ে  ।  জ্ঞান-বিজ্ঞান নিয়ে লেখা পাঠাও 'পরশমণি' বিভাগে। আর খেলার খবর জানাও 'এক্কা-দোক্কা' বিভাগে। তোমার দেখা নতুন ছবি বা নতুন পড়া লেখক কে নিয়েও লিখতে পারো । যারা দেখতে বড় কিন্তু মনে মনে এখনো ছোট, তারা লিখে ফেল নিজেদের ছোটবেলার কথা 'আনমনে' বিভাগে । এইসব বিভাগে না পাঠাতে চাইলে তোমার ইচ্ছামত লেখা লিখে পাঠিয়ে দাও 'ইচ্ছে মতন' বিভাগে।

তুমি কি ছুটীতে কোথাও বেড়াতে যাবে ? সমুদ্রে বা পাহাড়ে? সেইখানের ভাল লাগা কয়েক টা মুহুর্তের ছবি আর তার সাথে অল্প লেখা জুড়ে তৈরি কর 'ছবিতে গল্প' বা Photo Essay। লেখা আর ছবি পাঠিয়ে দাও আমাদের। সেই লেখা প্রকাশিত হবে 'দেশে-বিদেশে' বিভাগে।  তোমার বাগানের  কোনায়  ফুলগাছের বেড়ে ওঠা, বা তোমার প্রিয় উত্‌সবের ছবি দিয়েও তৈরি করতে পার 'ছবিতে গল্প' । আর নানারকম বিষয়ে মজাদার বা তথ্যপূর্ণ সব কথা লিখে জানাও 'জানা-অজানা' বিভাগে।


কি ভাবে পাঠাবে

সব লেখক-লেখিকাদের অনুরোধ করা হচ্ছে বাংলা unicode ব্যবহার করে আমাদের লেখা পাঠাতে। লেখা পাঠাতে হবে Notepad (.txt) বা MS-Word (.doc) ফাইলে। এই বিষয়ে অনেক তথ্য  এবং free software পাবে এই লিঙ্ক -এ;

নিতান্তই না পারলে English letters দিয়ে বাংলা শব্দ টাইপ করে ফেল।  করে আমাদেরকে ই-মেল করে দাও -.doc বা .txt file হিসাবে ; আমরা নিজেরাই বাংলা টাইপ করে নেব। বাবা বা মাকে বল একটু দেখিয়ে দিতে কিভাবে  English letters দিয়ে বাংলা শব্দ টাইপ করতে হয়।

ছবি পাঠাও jpg, png , gif format  -এ। ছবির width 500 pixels অবধি হতে পারে। লেখা/ছবির সাথে অবশ্যই লিখতে ভুলোনা তোমার নাম, বয়স আর কোথা থেকে পাঠাচ্ছো।

তথ্যমূলক লেখা দিলে সূত্র (বই/ইন্টারনেট) লিখে দিতে হবে। ফটোগ্রাফ দিতে হলে সেগুলি অবশ্যই কপিরাইট -ফ্রি হতে হবে। ইন্টারনেটের অন্য কোন ওয়েবসাইট থেকে ছবি ব্যবহার করলে সূত্র জানাতে হবে।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা