খেলাঘরখেলাঘর


সেই ছায়ামূর্তি যখন বাদশাহের একদম কাছাকাছি চলে এসেছে, তখন আহমেদ তার ওপরে লাফ দিয়ে পড়ল, এবং চিৎকার করতে শুরু করল। সারা প্রাসাদ জেগে উঠল, এবং রক্ষীরা অপরাধীকে ধরে ফেলল।

যখন সেই লোকটা আর ফিরে গেল না, তখন পর্বতের বুড়ো আরেকজন কে পাঠাল, তারপরে আরেকজনকে এবং সবশেষে তার সবথেকে সেরা সহচরকে পাঠাল। কিন্তু আহমেদের স্ফটিকের পাত্রের জন্য, বাদশাহকে মারার সমস্ত মতলব বিফলে গেল।

বাদশাহ তখন আহমেদকে ডেকে পাঠালেন, আর বল্লেনঃ" তুমি এতবার আমার প্রাণ বাঁচিয়েছ, কি পুরষ্কার চাও বল।" আহমেদ তখন মনে সাহস যুগিয়ে বলল-" অর্থ বা শক্তি কিছুই চাই না, আমি শাহজাদীকে শাদী করতে চাই।"

"তার যদি কোন আপত্তি না থাকে, তাহলে আমারও কোন আপত্তি নেই।" বললেন শাহজাদা।শাহজাদীর কোন আপত্তি ছিলনা, তাই আহমেদের সাথে তার শাদী হয়ে গেল, আর আহমেদ হয়ে গেল শাহজাদার প্রধাণ উজির।


 

পারস্যের রূপকথা
অনুবাদঃ
মহাশ্বেতা রায়
কলকাতা

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।