খেলাঘরখেলাঘর

পোকা


পাঁচ মিনিট পরে ইঁদুরটা বেরিয়ে এল, পোকাটাকে মুখে নিয়ে। সে বিড়ালটার দিকে পোকাটাকে এগিয়ে দিল, আর দিয়েই এক দৌড়ে পালাল। তার সম্মান রক্ষা হয়েছে ঠিকই, কিন্তু  সে পুষিকে ভয় পেয়েছিল। সে পুষির সবুজ চোখে লোভ দেখেছিল, আর সে বিড়াল তার কথা রাখত কিনা সন্দেহ আছে, যদি না তার বাড়ি ফিরে যাওয়ার অত তাড়াহুড়ো থাকত, যেখানে গেলে তার মনিব গিন্নী আবার দারুণ খাবার আনার জন্য হাঁড়িটাকে বলতে পারবে।

পূব্দিকের পাহাড়ের কোলে যখন সূর্য উদয় হচ্ছিল, তখন দুই অভিযাত্রী নদীর ধারে গিয়ে পৌঁছাল।

"সাবধান," বলল ভুলু, যখন বিড়ালটা তার পিঠে লাফ দিয়ে উঠল , নদী পার হবে বলে, "সাবধান, জাদু জিনিষটা ভুলে যাসনা। মোদ্দা কথা, মনে রাখিস, যদিও তুই একটা মেয়ে, কিন্তু ওপারে পৌঁছান অবধি তোর মুখ বন্ধ রাখা দরকার।"

"ধন্যবাদ, আমার মনে হয়না আমার তোর উপদেশের প্রয়োজন হবে," পুষি জবাব দিল, মুখে পোকাটাকে তুলে নিয়ে ভুলুর পিঠে লাফ দিয়ে উঠতে উঠতে।

কিন্তু হায়! ঠিক যখন তারা অন্যদিকের পাড়ের কাছে এসে পৌঁছেছে, উত্তেজিত বিড়ালটার বুদ্ধি লুপ্ত হল। একটা মাছ হটাত করে ওর নাকের ঠিক নিচ দিয়ে লাফ দিল। সেই লোভ সামলানো মুশকিল। তার চোয়াল দুটি নিমেষে হাঁ হল মাছটাকে ধরার জন্য, আর তার ফলে সোনালি পোকাটা নদীর তলায় ডুবে গেল।

"হল তো!" কুকুরটা রেগে বলল, " তোকে আমি কি বলেছিলাম? এক কষ্ট সব জলে গেল - তোর বোকামোর জন্য।"

কিছুক্ষণের জন্য খুব বাজে ঝগড়া হল, আর দুই সঙ্গীতে মিলে একে অপরকে অনেক বাজে কথা বলল। তারপরে ঠিক যখন তারা নদীর পাড় ছেড়ে চলে যাচ্ছে, হতাশ এবং নিরাশ হয়ে, একটা ব্যাং, যে কিনা তাদের কথা শুনতে পেয়েছিল, এসে বলল যে সে নদীর তলার থেকে পোকাটাকে খুঁজে এনে দেবে। সে পোকাটাকে খুঁজে এনে দিলে, দুজনে মিলে তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ির পথে হাঁটা দিল।

যখন তারা বাড়ি পৌঁছাল, তারা দেখল দরজা বন্ধ আছে। ভুলু অনেক করে ডাকাডাকি করল, যাতে মনিব দরজাটা খুলে দেয়, কিন্তু দরজা খুলল না। ভেতর থেকে জোরে কান্নাকাটির শব্দ ভেসে আসছিল।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।