খেলাঘরখেলাঘর

গাবলুর বিজ্ঞান ডায়েরি

আট বছরের গাবলু্র মহাকাশ নিয়ে মনে রয়েছে অজস্র প্রশ্ন। সেই সব প্রশ্নের উত্তর সে জেনে নেয় বাবার কাছে, আর ইশকুলের দিদিমণিদের কাছে। আর সব নতুন তথ্য সে লিখে রাখে নিজের বিজ্ঞান ডায়েরিতে। সাথে এঁকে রাখে সেই সব বিষয়ে রঙিন ছবিও।
গাবলুর এই বিজ্ঞান ডায়েরিটার নাম 'মহাকাশের কথা'। এখানে সে লিখে রেখেছে সূর্য, চাঁদ, গ্রহ নক্ষত্রের কথা।
তুমিও যদি এইসব বিষয়ে জানতে চাও তাহলে পড়ে দেখতে পার 'গাবলুর বিজ্ঞান ডায়েরি'।বেশ হাল্কা ফুরফুরে মেজাজে, সহজ বাংলায় লেখা আর রঙ বেরঙের ছবিতে ভর্তি এই হার্ডকভার পাতলা বইটির লেখক বিষ্ণুপদ চক্রবর্তী। প্রকাশক শিশু সাহিত্য সংসদ। দাম মাত্র পঞ্চাশ টাকা। যারা একটু একটু বাংলা পড়তে শিখে গেছে, তাদের উপহার দেওয়ার জন্য দারুণ এই বই। আর নিজের লাইব্রেরিতে এক কপি রাখতে পারলে তো কথাই নেই।

 

বইপোকা

বইপোকা অবশ্যই নতুন নতুন বই পড়তে ভালবাসেন। আরো ভালবাসেন সেইসব বই এর খোঁজ সবাইকে দিতে। নতুন নতুন বইয়ের খোঁজ পেতে চোখ রাখ বইপোকার দপ্তরে। আর তোমার কাছে যদি কোন খুব ভাল বই থাকে, যেটার কথা তুমি বন্ধুদের এবং বইপোকাকে জানাতে চাও, তাহলে বইপোকাকে সেই বইয়ের খবর জানিয়ে চিঠি লেখ ইচ্ছামতীর মেইল ঠিকানায়।