খেলাঘরখেলাঘর

পরোপকার

শ্যাওড়া গাছের ব্রহ্মদত্যির গায়ে বড্ড ব্যথা,
নানা দেশের ভূত বদ্যি ভীড় করেছে সেথা।
"গাছের শেকড় ভাল্লাগে না, অন্য কিছু নেই?"
রেগে ওঠেন ব্রহ্মদত্যি, "এমবিবিএস কই?"
হুমদো ভূত ছুটে মরে, এমবিবিএস  খোঁজে
অবশেষে না পেয়ে নিজেই সেজে বসে।
এমবিবিএস হুমদো ভূত স্টেথো নিয়ে হাঁটে,
ব্রহ্মদত্যি টের পায় না, শুয়ে থাকে খাটে।
বলে হুমদো স্বর উঁচিয়ে, "কি হয়েছে আপনার?
দশটা দিলাম পেইনকিলার, আসবো পরে আবার।"
ওষুধ খেয়ে ব্রহ্মদত্যির গায়ের ব্যথা সারে,
মনে মনে দারুণ খুশি হয় সে হুমদোর 'পরে।
দুদিন পরে ব্রহ্মদত্যি আবার করে চিৎকার,
"ওরে হুমদো কোথায় গেল তোর আনা সেই ডাক্তার?
আবার হল গায়ে ব্যথা , এ কেমন চিকিৎসে?
ধরে আন তো কানটা টেনে, চড়িয়ে দি কষে!"
হুমদো পালায় লেজ গুটিয়ে নিমগাছের ওই ডালে,
কেটে পড়াই ভাল এবার, নইলে চাঁটি গালে!!

নীনা ঘোষদস্তিদার
খড়্গ্‌পুর