খেলাঘরখেলাঘর

গোলমেলে ছড়া

গোলমেলে ছড়া
(১)

তেজপাতা পড়েছিল
মেজকার দাড়িতে
সেই থেকে হইচই
পড়ে গেল বাড়িতে।
তরকারি উলটে
টেবিলেতে ঝোলঝাল
বাবা বলে, হ’ল কী?
কেন এত গোলমাল?
বড়কাকা ছুটে আসে
দেখেনিত চৌকাঠ
কাছাকোঁচা আটকিয়ে
হয়ে গেল উৎপাদ।
পিসীমণি চমকিয়ে
উলটায় হাঁড়িতে
ছোটকা যাবেই বলে
পুলিশের ফাঁড়িতে।

(২)

গোলমেলে ছড়া
ভোম্বল
চেটে খায়
দইয়ের অম্বল।
সেই থেকে
পেটে ব্যথা
পেড়ে আনে
কম্বল।
কমবল গায়ে দিয়ে
কমেনাকো শীত তার –
তাই শুনে ছুটে আসে
ওবাড়ির মিততার –
মিততির এসে বলে
ডেকে আনো ডাকতারে,
ছোটকাকা হেসে বলে
তাতে কিছু হবেনারে।
তার চেয়ে কোবরেজ
ডেকে আন সততর
গোটা দুই গুলি খেলে
ছুটবে যে তরতর।
অসময়ে বড়মামা
এসে পড়ে বাড়িতে,
কী যে করি! ভোম্বল
ভাবে তাড়াতাড়িতে,
কানখানা পাকড়িয়ে
সোজা করে টানটান,
বড়মামা বলে হেসে
ওষুধ কি আরো চান?
পেটে ব্যথা নেই আর
বলে কেঁদে ভোম্বল
আর তার লাগবেনা
কোবরেজ, কম্বল।


দময়ন্তী দাশগুপ্ত
কলকাতা

জনপ্রিয় ভ্রমণ ওয়েব পত্রিকা 'আমাদের ছুটি' –র প্রতিষ্ঠাতা সম্পাদক দময়ন্তী দাশগুপ্ত। বিভিন্ন সময়ে ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি লেখার পর এখন নিজের আনন্দে মেতে আছেন গবেষণায়। প্রাণীবিজ্ঞানের স্নাতক এবং ইংরেজি সাহিত্যের স্নাতোকোত্তর হবার পর বাংলায় ভ্রমণ সাহিত্যের চর্চা করছেন। এরপরে কী করবেন তা নিজেও জানেন না। তাঁর কথায় নিজের পরিচয় 'ঘরেও নাহি পারেও নাহি যে জন আছে মাঝখানে'।