খেলাঘরখেলাঘর

হরিরামের বিপদ

খেতে বড় ভালবাসে হরিরাম দাস ,
এক রাতে বেশি খেয়ে করে হাঁসফাঁশ |
মনে মনে ভাবে বেশি আর খাব না কো
আমি উঠলেই কেন দুলে ওঠে সাঁকো ?
খাবো না মাছ-ভাত , খাবো শুধু ফল
আর যেটা খেতে হবে সেটা হল জল |
ভেবে ভেবে হরিরাম জঙ্গলে যায়
দেখে তাকে বাঘদার বড় খিদে পায় ।
বাঘ দেয় এক লাফ খাবে বলে ওকে
পড়ে যায় হরিরাম ধাক্কার ঝোঁকে |
উল্টালো হরিরাম বাঘদার'ই ঘাড়ে
বাঘ চিঁড়ে-চ্যাপ্টা , লাগে জোর হাড়ে ।
বাপ বাপ বলে বাঘ ভেগে গেল হায়
হেলেদুলে হরিরাম ঘরে ফিরে যায় |

 

মণিপর্ণা সেনগুপ্ত মজুমদার
কলকাতা

More articles from this author