খেলাঘরখেলাঘর

পরীর দেশে চল

লাল-টুকটুক পুবের কোণে
  ওই যে রাঙা পরীর দেশ,
ভোরের পরী আলোর ডোরে
  জাগায় যেথা আলোর রেশ,
সেথায় আসি চল বেড়িয়ে
রাঙা মেঘের ঘুম এড়িয়ে,
  চল খুঁজে নিই সেই অজানা
  জাফরানী রঙ ওড়ার ডানা।
গহন রঙে আকাশ চষে’
 স্বপ্নমাখা খেলার ঝোঁকে, 
মোদের ওড়ার রূপকথা এই
 চল এঁকে দিই পরীর চোখে।

 

 

তন্ময় ধর
নতুন দিল্লি

জন্ম হুগলী জেলার কোন্নগর নবগ্রামে। বর্তমানে পেশাসূত্রে দেরাদুনে। পেশায় বিশ্বব্যাংকের বৈজ্ঞানিক উপদেষ্টা। কৈশোরের শেষ থেকে ছড়া-কবিতা লিখছেন বিভিন্ন মুদ্রিত কিশোর পত্রিকায় এবং পরে বিভিন্ন ওয়েব পত্রিকায়।