খেলাঘরখেলাঘর

বীরপুরুষ ও কাপুরুষ

ভূত পেত্নী,দত্যি দানায়
করি না কো ভয়,
ভীরু যারা,কাপুরুষ তারা,
বীরপুরুষ জয়ী হয়।

মনের যে ভয়,সে বড় হয়,
এসবের নেই অস্তিত্ব,
অন্ধকারের দুর্বল মন,
অজ্ঞানে ভরা চিত্ত।

সেদিন দেখি আঁধার রাতে
আবছা চাঁদের আলো ছায়ায়--
দাঁড়িয়ে আছে কে যেন ওই
ঘোমটা মাথা দোলা হাওয়ায়!


যদি ভীরু জন,দেখত এমন
নির্ঘাত পড়তো ফিট্,
আমি কিন্তু নয়,দূরে ফেলে ভয়
এগিয়ে করলাম মিট্।

কিচ্ছুটি নয়,কলার পাতা,
বাতাস দোলায় আধ-আঁধারে,
নিঝুম রাতের মনের ভ্রমে
যেন ঘোমটা বৌ বনবাদাড়ে!

দুষ্ট ছেলের ঘুম পাড়ানির
ঠাকুমার এ গল্প গাঁথা,
ভালই শুনতে,মনের একান্তে,
আসলে সব কল্প কথা !


তাপসকিরণ রায়
জবলপুর, মধ্যপ্রদেশ

তাপস কিরণ রায় অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। স্কুলে শিক্ষকতা করেন বেশ কিছু বছর। পরে আয়কর বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি মধ্য প্রদেশের জবলপুর শহরে বাস করেন। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। ছোটদের এবং বড়দের জন্য লেখা তাঁর অনেকগুলি বই-ও প্রকাশিত হয়েছে।