খেলাঘরখেলাঘর

চিড়িয়াখানা


আমার ছোট্ট চিড়িয়াখানায়,
আছে বাঁদর, বেজি, কাঠবিড়ালি।
আছে হরেক রকম পাখি।
তোতা, ময়না, কাকাতুয়া
কি নেই আর বাকি?

বাড়ির সব অতিষ্টপ্রায় বকাবকি চলতে থাকে।
ভালবাসার এ সংসার, বল’ত ভাই বোঝাই কাকে?

মজা লাগে যখন পোষা
কুকুর কেউ রাখতে আসে।
যাচ্ছে হয়ত দিল্লি –আগ্রা
কিম্বা কলকাতার আশেপাশে।

এত বড় জন্তু দেখে,
চেঁচায় পাখি সব তারস্বরে।
বেজি, বাঁদর ভয় পায়না
অচেনা কুকুর ভয়ে মরে।

মা –জ্যেঠিদের ঘুম হয়না
গাল দেয় ওটা বদ্ধ পাগল
আমি তখন খেলছি স্কুলে
আমার কোন নেই হেল দোল।

মজার ব্যাপার শুনবে তবে;
দিন কতক যেই পার হয়ে যায়
বেজি, বাদঁর, কুকুর খেলে
রাগ- ভয় যেন কোথায় পালায়।

অচেনা সব জন্তুগুলো
ক’দিনে কেমন মিলে মিশে যায়।
চেনা মানুষ মরছে লড়ে
কোন সে স্বার্থে, কিসের দায়?

সমর চট্টোপাধ্যায়
গড়িয়া গার্ডেন্স, কলকাতা