খেলাঘরখেলাঘর

 

kobita

 

খ্যাতনামা লোকেদের অঙ্গে
কলম থাকে সদা সঙ্গে।

না থাকলেও ক্ষতি নেই,
অনুরাগী এগিয়ে দেবে ভাই!

যদি তাঁরা প্রশ্ন করেন কি চাই?
"যদি দেন একটা সই"

সই দিয়ে ব্যথা হয় হাতে,
অনুরাগী ধন্য হয় তাতে।

ছাত্রের খাতায় থাকে শিক্ষকের সই
যদিও তা দিয়ে ছাত্রের প্রয়োজন নেই

প্রয়োজন আছে তার অভিভাবকেরঃ
তিনি দেখবেন কত উন্নতি হচ্ছে ছেলের!

"বিল" পাস হতে লাগে রাষ্ট্রপতির সই,
অধিকাংশ এম পির ও স্বাক্ষর চাই।

পাঁচ থেকে পাঁচশ টাকার নোটেও থাকে,
আর বি আই গভর্নরের সই, একটা ফাঁকে।

সই জাল করা নিয়ে হল কত গল্প
ছায়াছবির খোরাক ও হয়েছিল অল্পস্বল্প।

বিখ্যাত আঁকিয়েদের ছবি, যা দাগ কাটে মনে,
তাতেও থাকে স্রষ্টার সই, ছবির এক কোণে।

প্রথম অটোগ্রাফ দিতে গিয়ে কি আনন্দ হয়,
নিজে ছাড়া কাউকে কি বুঝিয়ে বলা যায়!

কত বিখ্যাত লোক ই করেন একথা স্বীকার,
তার মধ্যে লুকিয়ে আছে কত গল্প মজার!

কিশোরদের খাতার পেছনে দেখতে পাওয়া যায়
হিজিবিজি আঁকিবুকি কে বুঝবে তায়?

কিন্তু যদি একটুখানি ভেবেচিন্তে দেখ,
বুঝতে বেশী সময় লাগবে নাকো -

কতরকম স্বাক্ষর নিয়ে পরীক্ষা করা,
সবচেয়ে ভাল যেটা, সেটা মক্স করা।

কারন শুধু একটাই,
ভবিষ্যতে কাজে লাগতে পারে তাই।

যদি বিখ্যাত হয়ে যাই!!
তখন তো একটা জবরদস্ত সই চাই!

তাই তো বলি ভাই,
স্বাক্ষরের অনুশীলন চাই।

 

 

কৌস্তুভ রায়
আহমেদাবাদ