খেলাঘরখেলাঘর

খরগোশ ও কচ্ছপ

কথা মত খরগোশ ও কচ্ছপের চলছিল রেস,
কচ্ছপ ধীরে ধীরে,খরগোশ দ্রুত চলে বেশ।
অনেক দৌড়ে সে পিছন মুড়ে দেখে,নেই কচ্ছপ,
বহু পেছনে হবে,সে তো চলে,ধীরে--থপ থপ।
শান্ত বাতাস ছিল,গাছের শীতল ছায়া ছিল,
তন্দ্রা তাকে ডাক দিলো,ঘুম তাকে ঘিরে নিলো।
ঘুমল নিশ্চিন্ত মনে বৃক্ষতলে খরগোশ,
কচ্ছপ দেখে খরগোশ পড়ে নিদ্রাতে বেহোশ।

কচ্ছপ বড় পরিশ্রান্ত,
দীর্ঘ পথ দৌড়ে সে বড় ক্লান্ত।
ভাবল,খরগোশ আছে ঘুমিয়ে,
আমিও জিরিয়ে নিই,ওর পাশটিতে গিয়ে।
সে হাই তুলল কয়েক বার,
একটু পরেই ঘুম জুড়ে এলো চোখে তার।
কচ্ছপ ঘড়ঘড়--নাক ডাকে বারবার,
খরগোশ জেগে বলে,‘এ শব্দ কোথাকার?’
দেখে কচ্ছপ বেঘোরে নিদ্রামগ্ন,
খরগোশ ভাবে,এটাই তার ছোটার লগ্ন।

ছুটে চলে খরগোশ,ঘুমায় কচ্ছপ,
সীমানা শেষের দর্শকেরা করে‘হৈ হৈ’রব!
কচ্ছপ তখনো ঘুমে,খরগোশ জিতল,
অলস খরগোশের ঘুমের বদনাম কথা—
এবার তা হলে মিটল!


তাপসকিরণ রায়।
জবলপুর, মধ্যপ্রদেশ

তাপস কিরণ রায় অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। স্কুলে শিক্ষকতা করেন বেশ কিছু বছর। পরে আয়কর বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি মধ্য প্রদেশের জবলপুর শহরে বাস করেন। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। ছোটদের এবং বড়দের জন্য লেখা তাঁর অনেকগুলি বই-ও প্রকাশিত হয়েছে।