খেলাঘরখেলাঘর

ননীর কান্ড

অঙ্কে তার বেজায় মাথা ,   
উপপাদ্যে ভর্তি খাতা ।
পেন্সিলটা কানে গোঁজা ,
সবসময়ই চোখটি বোজা ।
বিড়বিড়িয়ে কি যে বলে ,
আপনমনে লিখেই চলে ।
থেকে থেকেই মাথা ঝাঁকায় ,
কাছে গেলেই চোখটি পাকায় ।
আমরা সবাই খেলতে গেলেও ,
উঠবে না সে সন্ধ্যে হলেও ।
কিন্তু একটা আজব ব্যাপার ,
যেই পরীক্ষা অমনি ফিভার ।
যদিবা তাকে পাঠাও ঠেলে ,
সববিষয়েই লাড্ডু মেলে ।
এতো পড়েও এই ফল !
বাড়ীর সবার চোখে জল ।
“ কিরে ননী , আবার ফেল ! ’’
স্যারের ধমক , “ গো টু হেল । ’’
যতই বলো যতই সাধো ,
ননী ফিরে তাকায়ো নাকো ।
আবার খাতা আবার কলম ,
বলতে গেলেই মাথা গরম ।
হাল ছেড়েছে সবাই যখন ,
প্ল্যানটা মাথায়ে এলো তখন ।
খাতাখানা চুরি করে ,
চুপিসাড়ে এলাম ঘরে ।
ধীরে ধীরে খুলে খাতা ,
দেখে আমার ঘুরলো মাথা ।
পণ করেছে গুনবে বসে ,
আকাশে মোট কয়টি তারা !!


মধুমিতা প্রামাণিক
গিরীশ পার্ক , কলকাতা