খেলাঘরখেলাঘর

শীতের ছড়া

সোয়েটার ও জ্যাকেট গায়ে
আমরা ঘুরি দিন রাতে
উদোম গায়ে ওরা কাঁপে
পায়নি খাবার তিন রাতে।

বস্তাটাও পায় না খুঁজে
ওরা যখন ফুটপাতে
উৎসবেতে আমরা নাচি
শীতের পিঠা 'রুট' হাতে!

পায় না খাবার পায় না কাপড়
সইছে ওরা যন্ত্রনা-
আমরা তখন এতেই খুঁজি
কাব্য লেখার মন্ত্রনা!

চায় না ওরা কাব্য ছড়া
চায় না গল্প, নাটিকা
একটা জামা, একমুঠো ভাত
দেন্ না পাঠক-পাঠিকা।

 

কামরুল আলম
সিলেট, বাংলাদেশ