খেলাঘরখেলাঘর

মিমি
ছোট্টো মেয়ে মিমি,
ভাবছে বসে বসে
পুজোয় ঠাকুর দেখতে যাব
অঙ্কখানা কষে
লক্ষ্মীদিদি রান্না ছেড়ে
এলেন মামার বাড়ি
সরস্বতীর বইয়ের সাথে
কয়েকটা দিন আড়ি
পেটটি মোটা গণেশ দাদা
পড়াশোনা ফেলে
দিনরাত্রি সবসময়
বেড়ান শুধু খেলে
কার্তিক দাদা কার্তিক দাদা
সঙ্গে ময়ূর নিয়ে
কলকাতার সল্টলেকে
করতে গেছেন বিয়ে
বাবা শিবের ভাত এখন
কেই বা দেবে বেড়ে
মা দুর্গা বাবার বাড়ি
এসেছেন ঘর ছেড়ে
থাকবেন মা কয়েকটি দিন
শিব কে গেছেন বলে
পুজো শেষে কৈলাসেতে
যাবেন তিনি চলে।

 

দ্বৈতা গোস্বামী
গুরগাঁও, হরিয়ানা

দ্বৈতা হাজরা গোস্বামী বর্তমানে বেঙ্গালুরর বাসিন্দা। গবেষণা করছেন বৈদিক সাহিত্য নিয়ে। ভালোবাসেন কবিতা ও ছোটগল্প লিখতে , ছবি আঁকতে, যে কোনো সৃষ্টিশীল কাজে ডুবে থাকতে, আর ছোটদের সঙ্গে সময় কাটাতে।