খেলাঘরখেলাঘর

ঝড়ের ছবি

ঝড় উঠেছে, আকাশ ছেয়ে
উড়ছে পাতা,
কাঁপছে বাতাস, উড়ছে আমার
আঁকার খাতা।
উড়তে উড়তে ছিঁড়লো ছবি
হাওয়ার টানে,
আকাশ জানে উড়তে থাকা
ছবির মানে।
ক্রেয়ন দিয়ে তৈরি বাড়ি,
মেঘ আকাশে-
জলের রঙে নৌকো পাড়ি
নিরুদ্দেশে,
বাউন্ডুলে ঝড়ের মঝে
সূ্যিমামা
মোমের চাদর সরিয়ে বলে
জলদি থামা।
জলরঙা ঘাস আকাশমুখো
চাতকজলে-
আঁকার খাতার ঝড়ের সঙ্গে
গল্প চলে।
চলতে চলতে গল্প নাচে
ঝড়ের তালে,
দুধসাদা বক আছড়ে পড়ে
ক্ষেতের আলে।
কামড়ে আছে খাতার পাতা
কালচে পাখি-
বলছে এমন আকাশ মেঘেই
আমরা থাকি,
ঝড়ের ছবি আঁকছে কবি
এমন ছলে
ভিজলো আমার আঁকার খাতা
মেঘের জলে।।

 

 

 

শুভঙ্কর চট্টোপাধ্যায়
কলকাতা