খেলাঘরখেলাঘর

অঙ্কের ক্লাস মানে সর্ষের ফুল
মাথা ঘোরে বন্ বন্ খাড়া হয় চুল।
দুই চোখে দেখা দেয় লাল-নীল তারা
মাথা ফুঁড়ে বের হয় ক্যাকটাসের চারা।

পেট করে গুড় গুড় অঙ্কের নামে,
মতিরাম ক্লাসে বসে, ভয়ে শুধু ঘামে।
স্যার বলে ওরে মতি, ভয় পাস মিছে
অঙ্কটা বাঘ? নাকি টিকটিকি বিছে?

এইভাবে ভয় পেলে চমকাবে পিলে,
অঙ্কের ভুত এসে সবক'টা মিলে-
ঘাড়ে চেপে বসে যাবে, নামবে না নীচে,
তাই বলি শুধু শুধু ভয় পাস মিছে।

ছবিঃ অবি সরকার

পুরুলিয়ার বাসিন্দা তরুণ কুমার সরখেল জেলার প্রশাসনিক বিভাগে কাজ করেন। পাশাপাশি ছোটদের জন্য নিয়মিত লেখালিখি করেন, এবং ছোটদের জন্য একটি মুদ্রিত পত্রিকা সম্পাদনা করেন।