খেলাঘরখেলাঘর

যদিও ২০১২ এর লন্ডণ অলিম্পিক্‌স্‌ বেশ কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু এবারের অলিম্পিক ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবার খেলাধূলা নানা বিভাগে আমরা পেয়েছি ছয়টি পদক। চট করে আরেকবার দেখে নেওয়া যাক, কে কোন বিভাগে আমাদের গর্বিত করেছেনঃ



বিজয় কুমার
২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল শ্যুটিং ইভেন্ট
রৌপ্য পদক (ভারতের প্রথম রৌপ্য পদক)
হিমাচল প্রদেশের হামিরপুর জেলার বারসার গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই ছেলে ভারতীয় সেনার ষোড়শ ব্যাটালিয়নের ডোগরা রেজিমেন্ট এর একজন সুবেদার মেজর। তিনি ২০০৭ সালে অর্জুন পুরষ্কার এবং ২০১১-১২ সালের রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার পেয়েছেন।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।