খেলাঘরখেলাঘর



সুশীল কুমার
পুরুষদের ৬৬ কেজি ফ্রিস্টাইল কুস্তি
রৌপ্য পদক
দক্ষিণ-পশ্চিম দিল্লির নজফগড়ের কাছের গ্রাম বাপরোলার ছেলে সুশীল কুমার। তাঁর বাবা ছিলেন ডিটিসি- এর বাস চালক।  ২০০৫ সালের অর্জুর পুরষ্কারপ্রাপ্ত ভারতীয় রেলের এই অ্যাসিস্‌ট্যান্ট কমার্সিয়াল ম্যানেজার, ছোটবেলা থেকে যোগেশ্বর দত্তের সঙ্গে এক সাথে দিল্লির ছত্রসালের সতপাল আখাড়াতে কুস্তির অনুশীলন করতেন, আর অলিম্পিকে পদক জেতার স্বপ্ন দেখতেন। ২০১২ সালে দুই বন্ধুর স্বপ্ন এক সাথে পূর্ণ হল।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।