খেলাঘরখেলাঘর



সাইনা নেহওয়াল
ব্যাডমিন্টন
ব্রোঞ্জ পদক
হরিয়ানার হিসারে জন্ম সাইনার। তিনি বড় হয়েছেন হায়দ্রাবাদে। তার বাবা ডঃ হরবীর সিং এবং মা উষা নেহওয়াল , দুজনেই একদা হরিয়ানার ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন। বাবা-মাই তাকে খেলতে অনুপ্রাণিত করেন। ২০০৯-১০ সালে তিনি রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার এবং ২০১২০ সালে পদ্মশ্রী লাভ করেন।
সাইনা প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে ব্যাডমিন্টনে পদক পেলেন। তিনি প্রথম ভারতীয় যিনি ওয়ার্ল্ড জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। প্রথম ভারতীয় হিসাবে তিনি ২০০৯ সালে সুপার সিরিজ টুর্নামেন্ট জেতেন। ২০১০ সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের র‍্যাঙ্কিং এ তিনি বিশ্বে দ্বিতীয় স্থানে ছিলেন।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।