খেলাঘরখেলাঘর


এম. সি. মেরি কম
মহিয়ালদের বক্সিং এ ফ্লাইওয়েট (৫১ কেজি) বিভাগ
ব্রোঞ্জ পদক
মণিপুরের চুরাচানপুর জেলার কাঙ্গাথেই এর 'কম' উপজাতির এর ঝুম চাষী পরিবারের এই মেয়ে পাঁচ বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন, আর এক মাত্র মহিলা বক্সার যিনি ছয়টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রতিটিতে পদক জিতেছেন। ২০০৩ সালে অর্জুন পুরষ্কার, ২০০৬ সালে পদ্মশ্রী, ২০০৯ সালে রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার পাওয়া এই মেয়ে AIBA World Women's Ranking Flyweight  বিভাগে  চার নম্বর স্থানে নির্বাচিত হয়েছেন।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।