খেলাঘরখেলাঘর


গগন নারাং
১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট
ব্রোঞ্জ পদক
হরিয়ানার পানিপথ জেলার সামহাল্‌কা-এর নারাং পরিবারের ছেলে গগনের জন্ম নয় চেন্নাইতে। তিনি বেড়ে ওঠেন হায়দ্রাবাদে। মাত্র ছয় বছর বয়সে চেন্নাই-এর মারিনা বিচ কার্নিভালে বেলুন ফাটিয়ে তাঁর বন্দুক চালানোর শুরু। ২০১০ সালে পদ্মশ্রী এবং রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার পাওয়া এই শ্যুটার নিয়মিত অনুশীলনের সাথে সাথে গভীর মনঃসংযোগে বিশ্বাসী।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।