খেলাঘরখেলাঘর


২০১২ সালে আরেকজন ভারতীয় যিনি অলিম্পকের দুনিয়ায় আমাদের গর্বিত করেছেন, তাঁকে বাদ দিয়ে এই লেখা সম্পূর্ণ হোবে না। তিনি হলেন গিরিশা হোসাঙ্গারা নাগারাজেগৌডা। বাঁ পায়ে প্রতিবন্ধকতা নিয়ে জন্মানো এই খেলোয়াড় লন্ডনে আয়োজিত ২০১২ সালের প্যারালিম্পিক গেম্‌স্‌-এ পুরুষদের হাই জাম্প F-42 বিভাগে তিনি রৌপ্য পদক লাভ করেন। স্বাভাবিক (প্রতিবন্ধকতাহীন) প্রতিযোগীদের সাথে সমান তালে লড়ে যেতে একফোঁটাও পিছপা নন গিরিশা।

তথ্য সংকলনঃ
মহাশ্বেতা রায়
কলকাতা

ছবিঃ
দ্য টেলিগ্রাফ পত্রিকা আর ইন্টারনেট

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।