সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
রাজা রামমোহন রায়

আজ থেকে আড়াইশ’ বছর আগে আমাদের দেশটা তখন অশিক্ষা আর কুসংস্কারে জীর্ণ । এসে পৌছায়নি শিক্ষার বিন্দুমাত্র আলো । ছিলনা কোন সংবাদ পত্র, ছাপাখানা, কোন বাংলা বই, ছিলনা মানুষের কোন স্বাধীন চিন্তা । আমাদের দেশ তখন সবেমাত্র বিদেশি শক্তির পদানত হয়েছে । বাংলার সেই ঘোর অন্ধকার দিনে আলোর প্রদীপ জ্বালাতে হুগলী জেলার খানাকুল গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রামমোহন রায়, ১৮৭২ খৃষ্টাব্দের ২২শে মে । পিতা রমাকান্ত রায় । রামমোহন ছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ । অন্ধকার আর কুসংস্কারে আচ্ছন্ন দেশে আমাদের চিন্তা, চেতনা, সাহিত্য ও শিক্ষা প্রতিটি ক্ষেত্রে, আলোর পথে্র ঠিকানা দিয়ে গিয়েছিলেন রামমোহন রায় । তাই তিনি ‘ভারত পথিক’। আজ তাঁর জন্মদিনে, ইচ্ছামতী পরিবার তাঁকে জানাচ্ছে সশ্রদ্ধ প্রণাম।


ইংলন্ডের বৃস্টল শহরে রাজা রামমোহন রায়ের সমাধি কিভাবে তৈরি হল, তার গল্প রয়েছে ইচ্ছামতীর পুরনো সংখ্যার এই লেখায়ঃ
বৃস্টল


তথ্যসূত্রঃফাল্গুণী মুখোপাধ্যায়

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা