সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
পাতিহাঁস

জলের মাঝে খেলছে পাতিহাঁস
পাখনা তাদের চপচপে হয় ভিজে,
খাবার নিয়ে মা ডাকে - চই চই,
শুনেই তারা ছুট্টে আসে নিজেই।
পাখনাগুলো একটু ঝাড়া দিতেই
শরীর তাদের শুকিয়ে খট্‌খটে-
এতক্ষণ যে জলেতে ভিজছিল
এখন সেটা যায়না বোঝা মোটে।


ছবিঃ চান্দ্রেয়ী সেন

পল্লব চট্টোপাধ্যায়, পেশায় পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, বর্তমানে কুয়েতের তৈলকুপে কর্মরত | লেখার অভ্যেস অল্পবয়েস থেকে হলেও বাংলার বাইরে চিরকাল কাটানো আর কাজের চাপে খুব কমই সেভাবে প্রকাশ করা হয়েছে | ইদানিং ই-মাধ্যমের কল্যানে পুনরায় লেখালেখি শুরু | কম্প্যুটারের দৌলতে সুদুর মরুপ্রান্তর থেকেও বাংলাভাষার চর্চা চালিয়ে যাচ্ছেন |

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা