সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

ও বৃষ্টি;ধুয়ে দিলি যত গভীর ক্ষত
ও বৃষ্টি;ভিজিয়ে দিলি ছেলেবেলার মতো।

বৃষ্টিভেজা ছেলেবেলা,উঠোন মাখে কাদা
ভাই বলত "রাস্তায় জল,নৌকা ছাড়ব দাদা।"
আম্মা দিতো কাগজ মুড়ে,নৌকা ভাসত জলে
একদৃষ্টে তাকিয়ে থাকি,অবাক কৌতূহলে।

কুয়োতলায় জল জমত,মাছ আসতো রাতে
এমনি চালাক,দেয়না ধরা ছোটকাকার হাতে।
চিলেকোঠার টিনের চালের বৃষ্টিফোঁটায় স্নান
ওরই মাঝে লুকিয়ে আছে ছেলেবেলার গান।

সেদিনগুলোয় দিতেম পাড়ি,মেঘ নৌকোয় চেপে
তাই তো বলি,আয় বৃষ্টি;আয় বৃষ্টি ঝেঁপে।

সারা সকাল বৃষ্টি হলো,জল জমল খুব
দুপুর বেলা থেমেছে,সব নির্বাক-নিশ্চুপ।
বাড়ির সবাই ঘুমের দেশে,কেউ জানবে না
আমি আর ভাই চুপিচুপি,ডুবিয়ে দিলাম পা।

এখন এগোই জল ডিঙিয়ে,শুকনো রাস্তা খুঁজি
স্বপ্নে ভেজে পায়ের পাতা,যখনই চোখ বুজি।
আম্মাও নেই;নৌকাও তাই আর ভাসেনা জলে
হয়না এখন তাকিয়ে থাকা,অবাক কৌতূহলে।

তাই তো বলি,আয় বৃষ্টি;আয় বৃষ্টি ঝেঁপে
ছেলেবেলায় পাড়ি দেব,মেঘ নৌকোয় চেপে।


ছবিঃ মহাশ্বেতা রায়

শমীক চতুর্থ বর্ষের ছাত্র। নিমতার বাসিন্দা। কবিতা লেখেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা