সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

মধুসূদন দত্ত

[উন্মেষঃ ২৫ জানুয়ারী ১৮২৪
প্রয়াণঃ ২৯ জুন ১৮৭৩]

জন্ম যে তাঁর যশোর জেলার সাগরদাঁড়ি,
যৌবনেতে দিয়েছিলেন সাগর পাড়ি ;
রাজনারায়ণ-জাহ্নবীরই পুত্র তিনি —
মাইকেল শ্রী মধুসূদন দত্ত তিনি ।
কৃতিত্বময় ছিল যে তাঁর ছাত্রজীবন,
ইংরেজী-টান থেকেই খ্রীষ্ট ধর্ম গ্রহণ ;
পেশায় তিনি আইনজীবী, নেশায় কবি —
ইংরেজী ও বাংলাতে তার প্রতিচ্ছবি ।
কাব্যে-প্রহসনেই তাঁকে আমরা চিনি,
ছন্দ অমিত্রাক্ষরেরই স্রষ্টা তিনি ;
উত্থানে আর পতনে তাঁর জীবন গড়া —
থাকবে মধুকবির খ্যাতি ভারতজোড়া ।।

পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার । অথচ তাঁর আকৈশোর সঙ্গী সাহিত্য ও সংস্কৃতিকে অবলম্বন করেই তাঁর বেঁচে থাকা । তাই একাধারে অসংখ্য পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকা ছড়া, কবিতা ও গল্পের পাশাপাশি বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়ে চলা নাটক ও নৃত্যনাট্য রচনা, সুরারোপ ও সঙ্গীত পরিচালনার মাধ্যমে তাঁর সৃজনশীলতার নিত্য প্রকাশ।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা