সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

সকাল যেমন, দুপুর যেমন, যেমন সন্ধ্যে-রাত
বিকেলও তো একইরকম, কী আছে তফাৎ !
স্কুলের পড়া, ঘরের পড়া, আবার কোচিং ক্লাসে—
পড়ার নিগড় দেখলে কি আর বিকেল নেমে আসে !

বিকেল খোঁজে কোথায় আছে টুকরো সবুজ মাঠ
জীবনটাকে সইতে পারার দেয় সে সহজপাঠ ।
যদিও বা সে মাঠ খুঁজে পায় এককোণে পাড়ার
হতাশ হয়ে তাকিয়ে দ্যাখে, নেই জীবনের সাড় ।

নামতে গেলেই পথ আটকায় হাজার বিঘ্ন-বাধা
ম্লানমুখে তাই হারালো সে নিজস্ব মর্যাদা ।
আসল কথা পিঠের ব্যাগটা বিকেলের বিরোধী
লড়াই করেও অসমযুদ্ধে হারছে নিরবধি ।

বোকার মতো একটা কথা বুঝছে না কেউ ছাই---
মনখারাপের জন্যও তো একটা বিকেল চাই !  

ছবিঃ মহাশ্বেতা রায় 

জন্ম থেকে দীর্ঘদিন প্রবাসে থাকার জন্য বাংলা বই পড়ার তেমন সুযোগ পাননি । ইঞ্জিনিয়ারিং পেশার মানুষ । ২০০০ সালে ছোটদের জন্য লেখায় হাতেখড়ি ৪৮ বছর বয়সে ।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা