সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
নইতো আমি ছোটন

এখন আমি হাত পা ছুড়ে কখনো ‘মাম’ বলি
ফেনিল ঠোঁটে কখনো ‘দাদ’ ‘নান’
পায়ের বুড়ো আঙুলটাকে মুখে
নিতে করি দিগ্‌বিজয়ীর ভান।

তাতেই তোমরা হলে যে আটখানা
মশারিটা উল্টাতে দেই বিছানটাতে হানা
ছোট্ট ওটা চরকি ঘোরে উঠোন
আমি কি আর আছি এখন ছোটন?

আমি এখন বসতে পারি একা বিছানটাতে
খাবার কিছু মুখে তুলি নিজেই নিজের হাতে
শুধু কি আর বিছানটাতে বসতে ভাল লাগে
তোমার মতন ঘরটা জুড়ে হাঁটার সাধও জাগে।

মাগো তুমি এই যে দেখ দিলাম এবার হামা
দাঁড় করিয়ে এবার পরাও রঙিন জুতা জামা।

বাংলাদেশের কবি-সাহিত্যিক মনসুর আজিজ আশির দশক থেকে লেখালিখি করছেন। সাংবাদিকতা আর শিক্ষকতার অভিজ্ঞতার পরে, বর্তমানে উর্ধতন মূখ্য কর্মকর্তা হিসেবে কাজ করছেন একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে। বসবাস করেন ঢাকার মিরপুরে। তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে অনেকগুলিই কিশোরদের জন্য লেখা কবিতা, ছড়া, গল্প এবং উপন্যাস।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা