সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

শিউলি ফুলের গন্ধ এল
সঙ্গে সাদা মেঘের দল
কাশফুল সব দোলায় মাথা
বলছে আমার সঙ্গে চল।।

সঙ্গে যাবি দেখতে পাবি
মহালয়ার সাতসকালে
মধুর আমার মায়ের হাসি
পদ্ম ভাসে দীঘির জলে।।

কেউবা পুজোয় পাহাড় গেল
দক্ষিণে বা রাজস্থানে
কেউবা আবার পুজোর কদিন
যাচ্ছে ফিরে মাটির টানে।।

পুজো পুজো গন্ধ কেমন
ভুবনডাঙ্গার আকাশ জুড়ে
আজ যেখানেই যাওনা তুমি
কাছে কিংবা অনেকদুরে।।

পুজোর কদিন ঠাকুর দেখা
পাড়ায় পাড়ায় সবাই মিলে
ঘাসের ওপর শিশির পড়ে
ভর্তি উঠোন শিউলি ফুলে।।

ডাকের সাজে সাজছে ঠাকুর
ছেলেবেলায় যাচ্ছি ফিরে
পুজোর ছুটি, নতুন জামা
বিসর্জনে নদীর তীরে।।

দূরের বন্ধু কাছের মানুষ
শুভেচ্ছা থাক চিঠির সাথে
ছু-মন্তর হাজির থেক
পুজোর কদিন কোলকাতা তে।।

ছবিঃত্রিপর্ণা মাইতি

আশুতোষ ভট্টাচার্য্যি নিয়মিত ছোটদের এবং বড়দের বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা