সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

রন্তু দাঁড়িয়ে একটু দম নিলো -
‘তোর মনে আছে সন্তু ঝিলের পাশের পড়ো বাড়িটার সংক্ষেপে নাম দিয়েছিলো ‘পবা’ যাতে অন্য কেউ বুঝতে না পারে। সন্তুর কিন্তু খুব বুদ্ধি রে, বেশী কিছু বলতে গেলে লোকটা মারতে পারে বলে এক কথায় ‘পবা’ বলেছে যাতে আমরা বুঝতে পারি। তার মানে ও চাইছে আমরা গিয়ে ওকে উদ্ধার করি – বেশী লোক জন নিয়ে গেলে লোকটা বুঝতে পেরে ওকে মেরে ফেলতে পারে। তোদের বাড়ি তো তালা বন্ধ কিন্তু আমাদের বাড়িতে মালতীদি আছে তাই ওখানেই যাচ্ছি – লোকটাকে সামলাতে হলে হাতে তো কিছু থাকা দরকার - দেখি বাড়িতে কী পাওয়া যায়।’

বাড়িতে দুটো হকি স্টিক পাওয়া গেলো তাছাড়া ওরা মোটা দড়ির একটা গোছা, স্টিকিং প্লাস্টারের রোল, দেশলাই আর মোমবাতি নিলো – কী জানি কখন কী দরকার হয়।

আর দাঁড়ানো নয় – দৌড়াতে দৌড়াতে ওরা মিনিট দশেকের মধ্যে পড়ো বাড়ির কাছে চলে এলো – চারদিক দেখে নিয়ে এগিয়ে গেলো গেটের দিকে তারপর ভেতরে উঁকি দিয়ে দেখে গেটের পর ওই সুঁড়ি পথের রাস্তা কেউ বোধহয় একটু পরিষ্কার করেছে। অন্তু কনুইএর গোত্তা মেরে ফিস্‌ ফিস্‌ করে রন্তুকে বললো,
‘মনে হয় ওই সুঁড়ি পথ দিয়েই পেছনে যেতে হবে – লোকটা সুঁড়ি পথটা যাতায়াতের মতো করে রেখেছে তার মানে ওরা বাড়ির পেছন দিকেই আছে। তবে খুব সাবধান – চোখ কান খোলা রেখে এগুতে হবে – রাস্তাটা কাঁটা গাছ আর লতানে গোলাপে ভর্তি আর কিছু জল বিছুটির গাছও আছে – সাপ থাকার চান্স খুব বেশি। কোন রকম আওয়াজ নয় যাতে লোকটা টের না পায়। সন্ধ্যে হয়ে গেলো খুব মুস্কিল হয়ে যাবে অতএব হাতে সময় খুব কম। শোন, লোকটা নাগালের মধ্যে এলেই গায়ের জোরে হকি স্টিক চালাবি যাতে মাটিতে শুয়ে পড়ে না হলে আমাদেরও ধরে সন্তুর সাথে বেঁধে ফেলবে।’

গেটের ভেতর চুপিসাড়ে ঢুকে দেখলো সুঁড়ি পথটা শুকনো ও পচা পাতায় ভরে আছে – আশে পাশে বেশ কিছু লাল পিঁপড়ের ঢিপি আর এর মধ্যেই বেশ কয়েকটা পায়ে কামড়াতে রীতিমত জ্বালা করতে শুরু করেছে তবে সন্তুকে বাঁচানো ছাড়া আর কোন চিন্তাই ওদের মাথায় নেই তাই সাপ খোপের কথা ভুলে ধীরে ধীরে হকি স্টিক দিয়ে কাঁটা গাছ সরিয়ে ওরা এগিয়ে চললো – সামনে অন্তু আর পেছনে রন্তু। বাড়িটা বেশ বড়ো তাই ওদের অনেকটা পথ এভাবে এগুতে হবে। বিকেলের পড়ন্ত রোদে সুঁড়ি পথে রোদ ও ছায়ার খেলা তবে জঙ্গলের জন্য ছায়াটাই বেশি। রাস্তার দু ধারে লতানে গোলাপ আর কাঁটা গাছের ডালগুলো লম্বা হয়ে মাথার দিকে ঝুঁকে পড়েছে। বাড়িটার পলেস্তারা ওঠা দেওয়াল থেকে এই সব ঝোপ ঝাড়ের সাথে প্রচুর মাকড়সার জাল আর তাতে মরা পোকা মাকড় ঝুলছে – বেশ বড়ো বড়ো কালো মাকড়সা জালের মধ্যে বসে দোল খাচ্ছে – মাকড়সা গুলোর গায়ে ও পায়ে কালো কালো লোমের মত - দেখলেই ভয়ে গায়ে কাঁটা দেয়। মাকড়সাগুলো দেখতে গিয়ে অন্তুর হকি স্টিক দিয়ে উঁচু করে রাখা একটা কাঁটা গাছের ডাল স্লিপ করে ওর মাথায় পড়তে রন্তু দেখে কাঁটার খোঁচায় অন্তুর গাল ও ঘাড়ের বেশ কয়েক জায়গা ছড়ে গিয়ে রক্তের ফোঁটা জমছে। রন্তু নিজের হকি স্টিক দিয়ে ওই ডালটা সরাবার চেষ্টা করতে কাঁটা গাছের ডালটা অন্তুর জামাতে আটকে বেশ খানিকটা ছিঁড়ে দিলো আর রন্তু খেয়াল না করাতে একটা জল বিছুটির গাছে পা লেগে ভীষণ চুলকাতে শুরু করে জায়গাটা ফুলে উঠলো। সব ভুলে আর একটু এগুতেই দেখে সামনে হাত ছয়েক দূরে রাস্তার উপর বড় বড় দুটো গিরগিটি ঘাড় ফুলিয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে – লাল লাল চোখ দুটো চারদিকে ঘুরছে আর গলার নিচেটা নিশ্বাসের সাথে সাথে ওঠা নামা করছে। ওরা একদম চুপ করে দাঁড়িয়ে পড়লো – এতো বড় গিরগিটি আগে দেখে নি – বেশ ভয় করছে। হঠাৎ গিরগিটি দুটো মাথা ঘুরিয়ে পাশের ঝোপে কিছু দেখতে পেয়েই ভয়ে কিংবা রাগে পিঠের কাঁটাগুলো খাড়া করে পেছন ফিরে দৌড়ালো ভেতরের বাগানের দিকে। সাথে সাথেই কেমন একটা সর্‌ সর্‌ আওয়াজ শোনা গেলো ওই ঝোপের ভেতরে যেন শুকনো পাতার উপর দিয়ে ভারি কিছু একটা চলতে শুরু করেছে। অন্তু ও রন্তু চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওই ঝোপ থেকে কিসের আওয়াজ আসছে সেটা বোঝার জন্য – কয়েক সেকেণ্ড তারপরই ধীরে ধীরে একটা মস্ত বড়ো সাপ বেরিয়ে এলো ওই ঝোপ থেকে সুঁড়ি পথের উপরে – সাত আট ফুটের উপরই লম্বা হবে, বেশ মোটা আর কালো রঙ্গের। দেখেই ভয়ে অন্তু রন্তুর প্রাণ উড়ে গিয়েছে – ওরা নড়বার ক্ষমতাও হারিয়ে ফেলে একই ভাবে কেমন স্ট্যাচুর মতো হয়ে গেলো – গলা মুখ শুকিয়ে গিয়েছে – জিভটা টাকরাতে আটকে গিয়েছে – হৃৎপিণ্ড এতো জোরে ধক্‌ ধক্‌ করতে শুরু করেছে যেন ফেটে যাবে – রন্তু পেছন থেকে অন্তুর জামার কলার জোরে চেপে আছে। সাপটা ওদের দেখতে পেয়েই ফণা তুলে দাঁড়িয়েছে – মাটি থেকে প্রায় দু ফুট উঁচু তো হবেই – দুজনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফণার দু পাশে মটর ডানার মত লাল চোখ দুটোর দিকে যেন ওই চোখ ওদের সম্মোহন করেছে – ফণাটা ধীরে ধীরে ডাইনে বাঁয়ে দোল খাচ্ছে যেন একটু নড়লেই বিদ্যুৎ বেগে ছোবল মারবে সেই সাথে চেরা জিভটা মাঝে মাঝেই লক্‌ লক্‌ করে বেরিয়ে আসছে অনেকটা। বেশ খানিক ক্ষণ পর মানে কতো সময় ওদের খেয়ালই নেই সাপটা ধীরে ধীরে ফণা নামিয়ে ঘুরে ভেতরের বাগানের পথ ধরলো। সাপটা চলে যাবার পরও ওরা কিছু ক্ষণ ওই ভাবে দাঁড়িয়ে থাকলো সাপটা যদি আবার ফিরে আসে সেই ভয়ে – ঘামে ওদের জামা টামা ভিজে গিয়েছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে অন্তু তাকালো রন্তুর দিকে – ভয়ে ওদের মুখ সাদা হয়ে গিয়েছে। আবার খুব সাবধানে এগুনো শুরু – ঝোপটার কাছে এসে খুব ভালো করে ওটার নিচেটা দেখলো আর কিছু আছে কিনা – ওখানে শুধু বিরাট লম্বা একটা সাপের খোলস পড়ে আছে। এবার নিশ্চিন্ত হয়ে ধীরে ধীরে এগিয়ে গেলো বাড়ির পেছন দিকে। একটু এগোতে শোনা গেলো কে যেন ফ্যাস ফ্যাসে গলায় একটা চলতি হিন্দী সিনেমার গান গাওয়ার চেষ্টা করছে আর আওয়াজটা আসছে বাড়ির একদম পেছনের খোলা জানালা থেকে। এবার ওরা আরো আস্তে প্রায় হামাগুড়ি দিয়ে এগিয়ে ওই জানালার ঠিক নিচে এসে একটু সময় বসে রইলো – পরিষ্কার শোনা যাচ্ছে লোকটার ফ্যাস ফ্যাসে গলা,

‘এখানে কেউ তোকে খুঁজে পাবে না – এটা হানা বাড়ি – লোকে ভয়ে আসে না – কোন আওয়াজেও কেউ সাড়া দেবে না। কালকে সকালে টাকা না পেলে তোকে গলা টিপে মেরে পেছনের বাগানে পুঁতে দেবো আর টাকা পেলে তোকে এভাবে বাঁধা অবস্থায় ফেলে রেখে আমি পগার পার। দুই ভাবেই তুই মরবি – এই বাগানে মস্তো বড়ো কাল কেউটে আছে – আমি নিজের চোখে দেখেছি – কাল কেউটে কাকে বলে জানিস? সাপের রাজা – এক ছোবলে মানুষ কেন হাতি পর্যন্ত উল্টে যায় আর তুই তো একটা বাচ্চা ছেলে।’

অন্তু রেগে উঠতে গেলে রন্তু জামার কলার ধরে ওকে বসিয়ে দিলো তারপর খুব ধীরে ডিঙ্গি মেরে জানলার পাল্লার ফাঁক দিয়ে একটু সময় ভেতরটা দেখলো। জানালাটা বেশ উঁচু – অন্তুর পক্ষে নাগাল পাওয়া সম্ভব নয়। তারপর রন্তু একটা কাঠি দিয়ে মাটিতে দাগ কেটে আর ঠোঁট নেড়ে অন্তুকে বোঝালো জানালার উল্টো দিকে একটা চেয়ারে সন্তুকে বেঁধে রেখেছে আর লোকটা জানালার দিকে পেছন ফিরে বসে আছে – বাড়ির পেছন দিকে ঘরের দরজা। ওরা আস্তে আস্তে বাড়ির পেছনে গিয়ে দেখলো দরজাটা বন্ধ। এদিকে সূর্য প্রায় ডুবে গিয়েছে – গাছের ছায়াগুলো লম্বা হয়ে চার দিক প্রায় ঢেকে ফেলেছে – আরও অন্ধকার হলে ওই সুঁড়ি পথ দিয়ে ফিরে যাওয়া খুবই মুস্কিল হবে আর সাপটা যদি আবার আসে তাহলে তো রক্ষা নেই। এখনি কিছু একটা করতে হবে যাতে লোকটা বেরিয়ে আসে না হলে তো ওকে পেটানোও যাবে না। রন্তু পকেট থেকে দেশলাই বের করে অন্তুকে নিঃশব্দে বোঝালো জানালার নিচে শুকনো পাতাতে আগুন ধরালে ধোঁয়া দেখে লোকটা হয়তো বেরিয়ে আসবে। ওরা বেশ খানিকটা শুকনো পাতা ও ছোট ছোট ডাল জানালার নিচে জড়ো করে ওতে আগুন ধরিয়ে দিয়ে চটপট পেছনের দরজার দুপাশে হকি স্টিক শক্ত করে দু হাত দিয়ে ধরে গুঁড়ি মেরে বসে পড়লো অনেকটা যেন বাঘ শিকার ধরার আগে যেমন করে বসে সেই ভাবে। শুকনো ও পচা পাতা মিশে আগুনের থেকে ধোঁয়াই বেশি – আস্তে আস্তে ধোঁয়া জানালার দিয়ে দেখা যেতেই সন্তু বলে উঠলো,
‘দ্যাখো দ্যাখো, বাইরে নির্ঘাৎ শুকনো পাতাতে আগুন ধরেছে – একটু আগে তুমি সিগারেটের জ্বলন্ত টুকরো ফেলেছিলে সেটা থেকেই হবে।’

চেয়ারে আওয়াজে মনে হলো লোকটা উঠে জানালা দিয়ে নিচের আগুনটাকে দেখলো,
‘হতে পারে তবে আগুনটা নেভানো উচিত নয়তো চারদিকের শুকনো পাতাতে আগুন ছড়িয়ে গেলে মুস্কিল হবে।’

অন্তু ও রন্তু লোকটার পায়ের আওয়াজ পেয়ে আরো শক্ত করে হকি স্টিক ধরে দরজার পাশের কাঁটা ঝোপের ভেতরে সরে গেলো – হাত পা উত্তেজনাতে কাঁপতে শুরু করেছে – পিঠে পায়ে কাঁটা ফুটে রীতিমত জ্বলছে - কোন কিছুকে পাত্তা না দিয়ে ওরা এক দৃষ্টিতে তাকিয়ে রইলো দরজার দিকে। দরজা খোলার ক্যাঁচ কোঁচ আওয়াজের পরই দেখা গেলো লোকটা ঘর থেকে বেরিয়ে দরজার বাইরে আসছে – যেই মুহূর্তে সিঁড়ি থেকে মাটিতে পা দিয়েছে রন্তু গায়ের সমস্ত জোর দিয়ে হকি ষ্টিক চালালো দুই হাঁটুতে আর অন্তু উঠে দাঁড়িয়েই মারলো ডান হাতের কনুইতে – সাথে সাথে লোকটা ‘বাবা গো’ বলে মাটিতে পড়ে যেতেই দুজনে লাফিয়ে সামনে এসে দমাদম্‌ পেটাতে শুরু করলো লোকটা পিঠে আর দুই উরুতে – লোকটা প্রচণ্ড যন্ত্রণাতে ‘ওরে বাবারে – ওরে মারে – আর মারিস না’ বলে কঁকিয়ে উঠে কোন রকমে সরে যাবার চেষ্টা করে দুটো ভাঙ্গা পায়ের জন্য পারলো না। ওরা দেখলো এই সেই দাড়িওয়ালা লোক যার ডান দিকের গালে চিবুক অবধি একটা বিচ্ছিরি কাটা দাগ। এবার রন্তু বলে উঠলো,
‘অন্তু, অন্তু, লোকটাকে আর মারিস না – মরে যেতে পারে। ওকে জ্যান্ত নিবারণ কাকুর কাছে নিয়ে যেতে হবে। সন্ধ্যে প্রায় হয়ে এলো – তুই তাড়াতাড়ি সন্তুর বাঁধন খুলে নিয়ে আয়। এর মধ্যে আমি ওর হাত পা দুটো বেঁধে দিচ্ছি।’
বলেই লোকটার দুটো গোড়ালিকে এক সাথে ষ্টিকিং প্লাস্টার দিয়ে শক্ত করে জড়িয়ে দিলো – দুটো হাতকেও কব্জির কাছে একই ভাবে ষ্টিকিং প্লাস্টার দিয়ে বেঁধে দিলো।

‘এবার বাছাধন কোথায় যাবে? সন্তুকে বলা হয়েছে মেরে এখানে পুতে ফেলবে নয়তো হাত পা বেঁধে কেউটে সাপের জন্য রেখে যাবে। এবার তোকে এখানে এভাবে ফেলে রেখে সন্তুকে নিয়ে আমরা পগার পার – তারপর বড় কেউটেটা এসে যখন তোকে আদর করবে তখনই তোর উচিত শাস্তি হবে।’

লোকটা শুধু কাতরে গেলো – কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই। এর মধ্যে অন্তু ও সন্তু লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে এসেছে। সন্তু ওদের দুজকে জড়িয়ে ধরে বলে উঠলো,
‘আমি জানতাম তোরা আসবি – সেই জন্যই বলেছিলাম আমাকে পবাতে আটকে রেখেছে – তোরা ছাড়া আর তো কেউ পবা জানে না।’

ওদের তিন জনের আনন্দ আর ধরে না। এবার রন্তু বললো,
‘এবার এই লোকটাকে কী করে নিয়ে যাওয়া যায় বলতো? এতো বড় লাশকে তো আমরা ঘাড়ে তুলে নিতে পারবো না আর একে এখানে ফেলে রাখাও যায় না – যে ভাবেই হোক নিবারণকাকুর হাতে তুলে দিতে হবে।’

সন্তু বুদ্ধি দিলো,
‘এক কাজ করা যাক – আমাকে যে দড়ি দিয়ে বেঁধেছিলো সেটা বেশ লম্বা আর শক্ত। ওই দড়ি দিয়ে লোকটার বুকের কাছে বেঁধে তিন জনে মিলে মনে হয় হিঁচড়ে টেনে নিয়ে যেতে পারবো। বাড়ির বাইরে গিয়ে পরের ব্যবস্থা ভাবা যাবে। আর দেরি নয় – সূর্য কিন্তু ডুবে গিয়েছে।’

লোকটার বগলের তলা দিয়ে দড়িটা বুকের কাছে খুব ভালো করে বেঁধে তিন জনে হেঁইও হেঁইও বলে টানতে শুরু করে ধীরে ধীরে ওই সুঁড়ি পথ দিয়ে ওকে হিঁচড়ে নিয়ে যাবার সময় গরম ছাই আর জ্বলন্ত কয়লাতে পিঠে জ্বালা করতেই লোকটা কোঁ কোঁ করে উঠলো – কোন কিছুকে পাত্তা না দিয়ে ওরা কাঁটা ঝোপ, লতানে গোলাপের ডাল সব কিছুর উপর দিয়ে ওকে টেনে নিয়ে চললো ফলে লোকটার জামা প্যান্ট ছিঁড়ে গিয়ে পুরো পিঠ, পা কাঁটাতে ভীষণ ভাবে ছড়ে যেতে লাগলো। অনেক কষ্টে সন্তুরা ওকে গেটের বাইরে এনে মাটিতে বসে পড়লো – তিনজনই রীতিমত হাঁপাচ্ছে – লোকটারও কোন রকম সাড়া শব্দ নেই – হয়তো বা অজ্ঞান হয়ে গিয়েছে। একটু দম নিয়ে রন্তু বললো,
‘আর তো পারা যাচ্ছে না – এবার কি করা যায়? এভাবে মাঠের ভেতর দিয়ে লোকটাকে হিঁচড়ে টেনে নিয়ে গেলে মাঠের নুড়ি পাথরে লোকটার পেছন দিকে কিছুই থাকবে না – বাড়ি পৌঁছাবার আগেই টেঁসে যাবে।’

চার দিকে গোধূলির শেষ আলো – একটু পরেই ঘুরঘুট্টি অন্ধকার নেমে আসবে আর তার আগেই ওদের রওয়ানা দিতে হবে। উঠে দাঁড়িয়ে চারদিকে দেখতে শুরু করলো কোন লোক জন দেখা যায় কিনা। হঠাৎ অন্তু বললো,
‘দ্যাখ, দ্যাখ, ঝিলের ধারের রাস্তা দিয়ে একটা খালি ভ্যান রিক্সা গ্রামের দিকে যাচ্ছে – ওটাকে যে ভাবে হোক ধরতে হবে না হলে উপায় নেই।’

ওরা তিনজনে মিলে গলার জোরে চেঁচাতে শুরু করলো আর সেই সাথে গায়ের জামা খুলে ফ্ল্যাগের মত নাড়তে লাগলো। ভ্যান রিক্সাওয়ালা বোধহয় শুনতে পেয়েছিলো সেই সাথে জামা ওড়ানো দেখে রিক্সা ঘুরিয়ে এদিকে এগিয়ে এলো। কাছে আসতেই দেখে লোকটা ওদের চেনা – যারা মাঠের খেজুর গাছের রস নিয়ে খেজুর গুড় বানায় তাদেরই একজন। ওদের দেখে লোকটা অবাক হয়ে গেলো,
‘কি হলো দাদাভাইরা – ভর সন্ধ্যেবেলাতে এই পড়ো বাড়ির সামনে তোমরা? শুনেছি এখানে বিরাট সব কাল কেউটে আছে। আর দড়ি বাঁধা লোকটাই বা কে?’

সন্তু উত্তর দিলো,
‘সে অনেক কথা, যেতে যেতে তোমাকে বলবো। এখন এই লোকটাকে তোমার ভ্যান রিক্সাতে তুলে বাড়ি নিয়ে যেতে হবে। একটু সাহায্য করো না?’

সবাই মিলে অজ্ঞান লোকটাকে কোন রকমে পাঁজা কোলা করে ভ্যান রিক্সাতে তুলে ওরা তিন জন ভ্যান রিক্সা ঠেলতে ঠেলতে বীর দর্পে রওয়ানা দিলো বাড়ির দিকে।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা