সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
বর্ষার নানা মজা

বর্ষাকাল
১) বৃষ্টি হলে স্কুলে Rainy-day হয়।

বর্ষাকাল
২) বৃষ্টির জলে নৌকা ভাসাব।
৩) বৃষ্টির দিনে Tasty খিচুড়ি খাওয়া হয়, সাথে ইলিশ মাছ ও পাঁপড়ভাজা।
৪)বৃষ্টির দিনে ঠান্ডা হাওয়ায় খুব ভালো লাগে।
৫) বৃষ্টির জলে ভেজা মাটিতে ফসল ফলে।
৬) বৃষ্টির পরে রামধনু দেখা যায়।
বর্ষাকাল
৭)বৃষ্টির জলে ছলাৎ ছলাৎ করে লাফাবো।

বর্ষাকাল
বৃষ্টির ছড়া

টাপুর টুপুর পড়ে বৃষ্টি
বাবা আনল দুটো পেস্ট্রি।
খেলাম খিচুড়ি ইলিশ মাছ,
বৃষ্টি এল ভিজল গাছ।
রাস্তা ভরা জমল জল
পুকুর হল জল টলটল।

বর্ষাকাল
বৃষ্টির বাড়ি স্টিল্ট হাউজ (Stilt House )

যেখানে বেশি বৃষ্টি হয়, সেখানে স্টিল্ট হাউজ দেখতে পাওয়া যায়। এই বাড়িগুলি কাঠ বা বাঁশের পায়া (স্টিল্ট) এর ওপর বানানো হয়।

লেখা ও ছবিঃ
আনন্দী বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয় শ্রেণী
ভারতীয় বিদ্যা ভবন, সল্ট লেক, কলকাতা

(এই লেখাটি টাইপ করে দিয়েছেন আনন্দীর বাবা।)

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা