সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

পুরোনোকে বিদায় দাও, নতুনকে ডাকো -
মডার্ন দুর্গা আসবেন, তোমরা সবাই দেখো!
চারিদিকে যখন বিজ্ঞানের প্রভাব
দুর্গাপুজোরও হবে এক নতুন রূপে আবির্ভাব।
দেখবে তোমরা মহিষাসুরের রোবোটিক রূপ -
ভয় পেয়ে কিন্তু হয়ে যেও না চুপ!
হাতে তার থাকবে ট্যাব, দশ ইঞ্চি স্ক্রীন
পিছনে কিন্তু থাকবে লেখা, মেড ইন চীন
প্রযুক্তিকেই সে ব্যবহার করবে অশুভ কাজে -
তাই মা আসবেন এবার এক্কেবারে নতুন সাজে।
নতুন রূপ, নতুন শৈলী, নতুন টেকনোলজি -
ভবিষ্যতের দুর্গাকে দেখে নেবে আজই।
হাতে আইফোন, কানে হেডফোন নিয়ে, আসবে গণেশ-কার্তিক,
লক্ষ্মী-সরস্বতীর স্টাইল দেখে - হলিউডের অভিনেত্রীরাও চমকে যাবে ঠিক।
বাহনরাও কেন যাবে যে বাদ -
মডার্ন বাহনরা এবারে করবে বাজিমাত।
মহাদেবও আছেন হোয়াটস্ অ্যাপ আর ফেসবুকে,
চ্যাট করতেই ব্যস্ত তিনি, কথা নেই মুখে।
কিন্তু যতই মডার্ন হোক ঠাকুর কিংবা দুর্গাপুজো,
শারদোত্সবে কিন্তু আমরা সকলে সমানভাবে মেতে উঠি আজও..


ছবিঃ নিজের লেখার সাথে ছবি নিজেই এঁকেছে দীপায়ন

দীপায়ন সরকার
দীপায়ন কলকাতার নব নালন্দা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। দীপায়ন শুধু ভাল ছবি আঁকে না, কবিতা আর গল্পও লেখে। গল্পের বই পড়তে ভালবাসে। বড় হয়ে চিত্রকর অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চায় দীপায়ন। বেশ কিছুদিন ধরে ইচ্ছামতীর পাতায় নানাধরণের গল্পের সাথে দারুণ সব ছবি আঁকছে দীপায়ন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা