সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

মনে হয় যেন ছুটে চলে যাই স্বপ্নবুড়োর দেশে ,
প্রাণের হাসি কান্না দোলায় ভাসবো উল্লাসে ।
শিউলিবেলায় শিশিরভেজা ঘাসের কোলে বসে,
খেলব আবার রান্নাবাটি সোনার রোদে ভেসে ।
মনে পড়ে শীতের সকাল পৌষ-পাবনের দিনে,
বুড়ির ঘরে আগুন জ্বলে পিঠে-পুলির সনে ।
মনে পড়ে সবুজ মাঠে সেসব ছেলেখেলা,
সন্ধ্যে হলেই এবার যে ভাই পড়তে বসার পালা ।
স্বপ্নমেদুর আঁধার রাতে হ্যারিকেনের আলো,
সুকুমারের 'আবোলতাবোল' মন দুলিয়ে গেলো ।
রামচন্দ্র বনে গেলেন সাথে সীতা, ভাই,
মহাভারতে ভীষ্মদাদু প্রাণে নিলেন ঠাঁই ।
সবই ছিল, সবই গেলো সময়ভেলায় ভেসে,
দিনের ঘড়ি এগিয়ে গেলো দিনের ছন্দ মেনে ।
খেলার পুতুল করলে আড়ি অজানা অভিমানে,
জ্যোৎস্নারাতে 'হুঁকোমুখো' আর আসেনা মনের কোণে ।
ঘাসের ওপর আজও যে ভাই তেমনি শিশির ঝরে ,
শীতের ভোরে বুড়ির ঘরে আজও আগুন ধরে ।
সবই আছে যেমন ছিল সেদিন সন্ধ্যেবেলা ,
হারিয়ে গেছে কোথায় যেন আমার ছোট্টবেলা ।

ছবিঃ শিল্পী ঘোষ

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা