সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
নরওয়ে দেশটা কোথায় জান নিশ্চই? সেই ইউরোপের উত্তরে, উত্তর মেরুর কাছাকাছি। তা সেখানে তো বেদম ঠান্ডা। তুমি তো জান, পৃথিবী নিজের অক্ষে একটু হেলে থেকে ঘোরে। তার ফলে মোটামুটি ছয়মাস পৃথবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে - সেখানে তখন গ্রীষ্ম; দক্ষিণ গোলার্ধে তখন শীত। ছয়মাসে ধীরে ধীরে এই অবস্থা পালটে যেতে থাকে, তখন উত্তর গোলার্ধ চলে যায় সূর্যের থেকে দূরে, আর দক্ষিণ গোলার্ধ আসে কাছে। তার ফলে উত্তর গোলার্ধে তখন শীতকাল থাকে। আর যে সব দেশগুলি উত্তর মেরুর কাছাকাছি, যেমন নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আলাস্কা - সে সব দেশগুলিতে এই সময়ে সূর্যের দেখা পাওয়া ভার। প্রায় অন্ধকারের মধ্যেই কাটাতে হয় ছ'টা মাস। সূর্য যে ওঠেনা তা নয়, কিন্তু সে ঘোরাঘুরি করে দিগন্ত ঘেঁষে- মাথার ওপরে আসেই না। আমাদের মধ্যে যারা নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে থাকি, তারা ঠিক এই ব্যাপারটা বুঝতেই পারব না ভাল করে। শীতকালে পর পর কয়েকদিন সামান্য কুয়াশা হলেই আমার মন মেজাজ অতি খারাপ হয়ে যায়। তোমারও হয় নিশ্চই। তাহলে ভাব, ছ'টা মাস ভাল করে সূর্য দেখতে না পেলে কতটা মন খারাপ হতে পারে! -কিন্তু মন খারাপ করে থাকলে তো আর জীবন কাটবে না- যেখানে যেমন অবস্থা, তার সাথে মানিয়ে নিয়ে চলার অভ্যাস সব প্রাণীরই আছে। তাই এই ধরণের "ছয়মাস দিন- ছয়মাস রাত্রি"-র দেশেও মানুষজন দিব্যি থাকেন, ছোটরা স্কুলে যায়, পশু-পাখি-গাছপালা নিজের ছন্দে জীবন কাটাতে থাকে।

এবার ফিরে আসি আজকের গল্পে। দক্ষিণ নরওয়ের টেলেমার্ক কাউন্টির এক ছোট্ট শহর র‍্যুকান (Rjukan)। এই শহর রয়েছে পাহাড়ে মধ্যবর্তী এক উপত্যকায়। ফলে যে সমস্যাটায় এই শহর এতদিন ধরে ভুগছিল, সেটা হল যে শীতকালে শহরে কোথাও এক ফোঁটাও রোদ আসে না। সারাটা শহর পাহাড়ের ছায়ায় ঢাকা। রোদ যদি পোহাতে চাও, তাহলে রোপওয়ে চেপে দিনের কোন এক সময়ে কাছাকাছি পাহাড়ের মাথায় যাও। ভাবো একবার! কোথায় বাড়ির ছাদ, বা বাগান, নিদের পক্ষে সামনের মাঠ বা রাস্তা হবে, তা নয়- একেবারে রোপওয়ে চড়ে শহর থেকে বেড়িয়ে সেই পাহাড়ের মাথায় ওঠা! সবার পক্ষে সেটা প্রতিদিন সম্ভব নয় যে তো বোঝাই যাচ্ছে। অনেকদিন রোদ না পাওয়ার ফলে এঁদের মধ্যে অনেকেই আবার মানসিক বিষণ্ণতায় ভোগেন। তাঁদের চিকিৎসাও এক ব্যায়সাধ্য ব্যাপার। তাই সব মিলিয়ে শীতকালে শহরে রোদ নিয়ে আসাটা খুব জরুরী ছিল। আর সেই কাজটাই গত ২০১৩ এর সেপ্টেম্বরে সফল করেছেন র‍্যুকানের কর্তৃপক্ষ।


র‍্যুকানের কাছে পাহাড়ের মাথায় বিশাল আয়নাগুলি

র‍্যুকানকে ঘিরে আছে যে পাহাড়গুলি, তার একটির মাথায় বসানো হয়েছে তিনটি দ্যৈত্যাকার আয়না। শহরের মাঝের টাউন স্কোয়ার থেকে প্রায় ৪৫০ মিটার উঁচুতে অবস্থিত এই আয়নাগুলি সূর্যের আলোকে প্রতিফলিত করে আলোকিত করছে স্কোয়ারের খানিকটা অংশ। আর তাতেই বেজায় খুশি র‍্যুকানের বাসিন্দারা। আগে তাঁরা মাথার ওপর নীল আকাশ দেখলে বুঝতে পারতেন যে সেই দিন সূর্য উঠেছে; এখন, শীতে সূর্যের আলো একটু দেখার জন্য , অল্প উষ্ণতা উপভোগ করার জন্য আর তাঁদের পাহাড়ের মাথায় চড়তে হবে না ।কাজকম্মের ফাঁকে সুযোগ পেলে টাউন স্কোয়ারে এসে দাঁড়ালেই হল।


র‍্যুকানের টাউনহলের সামনে প্রতিফলিত হচ্ছে সূর্যের আলো

এই তিনটি বিশাল আয়না কম্পিউটার পরিচালিত। এগুলি হেলিওস্ট্যাট নামেও পরিচিত। পৃথিবীর অনেক দেশেই, যেখানে অফুরন্ত সূর্যের আলো মেলে, এই হেলিওস্ট্যাটগুলি ব্যবহার করে সৌরশক্তি উৎপাদন করা হয়। ১৮৩ স্কোয়ার ফিট আয়তনের এই হেলিওস্ট্যাটগুলিও সৌরশক্তি উৎপাদন করে। সেই শক্তি দিয়ে কি করা হয়ে বলতো? আমি বলছি। সূর্য তো নিজের নিয়ম মাফিক পূবে উঠে পশ্চিমে অস্ত যাবে। আয়নাগুলি যদি সারাদিন ধরে র‍্যুকানের বুকে সূর্যের আলো ফেলতে চায়, তাহলে তো তাদেরকেও সূর্যের সাথে সাথে নিজেদেরকে ঘোরাতে হবে। তাই এই আয়নাগুলি যে শক্তি উৎপন্ন করে তা দিয়ে তাদের এই দিকবদলের কাজ দিব্যি হয়ে যায়।


এই বিশাল আয়নাগুলি সৌরতাপের সাহায্যে চালিত হয়

এই আয়নাগুলিকে বসাতে খরচা হয়েছে প্রায় ৫২০,০০০ পাউন্ড। র‍্যুকান ছাড়াও ইতালির এক ছোট শহর ভিয়ানেলাতে এর আগে এইরকম আয়না বসানো হয়েছে।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা