সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
 ইচ্ছেগুলোই নেই

I fear the day technology will surpass human interaction. The world will have a generation of idiots. —
Albert Einstein.

ইচ্ছেমতী, ইচ্ছেমতী, ইচ্ছেকুটুম সই
ইচ্ছে সবই হচ্ছে পূরণ, ইচ্ছেগুলো কই?
ইচ্ছে ছিলো মিষ্টি-কড়া পড়ন্ত রোদবেলায়
ঝগড়াঝাঁটি, গলাগলি,চু কিৎ কিৎ খেলায়।

ইচ্ছে ছিল আম বাগানে কাঁচা মিঠের টক,
দিঘীর জলে পা ডুবিয়ে অসংখ্য বক্‌বক্‌।
ইচ্ছে ছিল বৃষ্টিবাদল এক হাঁটু পাঁক জলে,
ভাই দাদাদের মাতামাতি নীল রবারের বলে।

তারপরেতে ইচ্ছেগুলো গেল যে পালটিয়ে —
ছুটির দিনে মাতামাতি ক্যারম-ক্রিকেট নিয়ে
ক্লাবে ক্লাবে রেষারেষি খো-খো কাবাডিতে
খেলার শেষে ফেরার পথে আবার সবাই মিতে।

আজকে শুধুই চারিদিকে আকাশছোঁয়া বাড়ী,
তার সঙ্গে তাল মিলিয়ে লম্বা-ছোট গাড়ী।
মিলিয়ে গেছে ক্লাবের মাঠ আর দিঘীর কালো জল।
বিকেলবেলায় ট্যুইশনি, ছুটির দিনে মল।

ইচ্ছেকুটুম হারিয়ে গেছিস,ইচ্ছেগুলোও নেই
মোবাইল আছে, ভিডিও গেম হাতের মুঠোতেই।
তোর সঙ্গে আর তো দেখা হবে না রোদ জলে
ফেসবুকেতে অচেনা মুখ, দুধের স্বাদটি ঘোলে।

ইচ্ছেকুটুম ইচ্ছেমতী,দেখছি শেষে এই —
ইচ্ছে সবই হচ্ছে পুরণ, ইচ্ছেগুলোই নেই।

নবারুণ ঘোষাল পেশায় চিকিৎসক। ছোটবেলা ধানবাদে কেটেছে, বর্তমানে উত্তরপাড়ার বাসিন্দা। তিনি শ্রমিকদের দ্বারা পরিচালিত একটি চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত । চিকিৎসার পাশাপাশি সাহিত্যচর্চা, বিজ্ঞানচর্চা এবং সেবামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন।

More articles from this author

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা