সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

হারিয়ে গেছে খেলনা ঘোড়া, সাথে সেদিনগুলিও
ছোঁয়াছুঁয়ি, ধূলি খেলা, ফোকলা হাসির বুলিও।

পুতুল বিয়ের আয়োজনে ভাই-বেরাদর ডেকে
লালমাটিতে রঙ বানিয়ে গায়ে গায়ে মেখে
মিছেমিছির রান্না শেষে মিছেই খাবার খাওয়া
কাগজের নীল নৌকা দিয়ে বউকে নিয়ে যাওয়া
সে নৌকাতেই বৈঠা মেরে মাঝি-মাল্লা ঘামে
স্রোতের টানে পারি দিয়ে বাড়ির ঘাটে থামে,
সেই খুশিতে মা-ও মেতে বউ নিয়ে যায় ঘরে
তুর্কি নাচ আর কলাপাতার বাঁশির স্বরে স্বরে।
বলো কেনো আজকে সেদিন আসতে দেখি না
বৈশাখে বা ঈদে ডাকলে ফিরতে পারে কিনা ?

হারিয়ে গেছে ডাংগুলি আর গোল্লাছুটের গোল
হা-ঢু-ঢুতে জেতলে যেমন বাজতো বাংলা-ঢোল।
চলতো মেলায় মোরগ লড়াই বা লাঠিয়াবারি
চাচা আপন জান বাঁচিয়ে ভাঙতো কতো হাঁড়ি;
ঘোড়ার খুড়ের শব্দ হতো, চলতো গরুর নাড়াই
ঐ কাঁচাকাল ফিরে পেতে কার কাছে হাত বাড়াই ?

খুকি খেলতো এক্কা-দোক্কা আমরা মার্বেল দিয়ে,
বৃষ্টি-রোদে চলতো তখন খেকশিয়ালের বিয়ে।
এরই মাঝে হাওয়া হলে প্রতিযোগী মেঘ
কেটে যেতো শিশু মনের অজানা উদ্বেগ;
পাল্লা দিয়ে উড়তো ঘুড়ি সাপের ফণা তুলে
তুমিই বলো সেদিনগুলো কীভাবে যাই ভুলে ?


ছবিঃমহাশ্বেতা রায়

তোফায়েল তফাজ্জল বর্তমানে লিবিয়ায় বসনা-এস অয়েল এন্ড গ্যাস কোম্পানির হিসাব রক্ষণ অধিকর্তা হিসেবে কর্মরত। শৈশব থেকে লেখালেখির হাতে খড়ি হলেও ৯০ দশক থেকে নিয়মিত লেখালিখি করেন। ১৯৯৭-এ বাংলা একাডেমীর 'তরুণ লেখক প্রকল্প' থেকে প্রকাশিত হয়েছে একটি কবিতার বই।এ ছাড়া, সামনের বছর ছোটদের উপযোগী একটি কবিতার বই প্রকাশ করার ইচ্ছে রয়েছে।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা