সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
স্বাধীনতা

স্বাধীন মানে যা ইচ্ছে তা নয়,
রাস্তাঘাটে নিয়ম মেনে চলা
হাসি খুশী, নির্ভীক, নির্ভয়
যুক্তি দিয়ে সত্যি কথা বলা।।

স্বাধীন মানে খেলার সাথে পড়া,
লাটাই- ঘুড়ি- অঙ্ক -ইতিহাসে,
ছুটির দিনে হরেক মজা ছড়া
বৃষ্টি পরে পদ্মপাতা ঘাসে।।

স্বাধীন মানে বিপদ হলে কারো
দাঁড়াও পাশে, বাড়িয়ে দিও হাত;
সঙ্গে থেক একটু যদি পারো,
ভরসা সাথে তখন কত রাত।।

স্বাধীন মানে থাকুক উঁচু মাথা
ভাবছি মনে সবার ভালো হোক,
দেশবিদেশে সুনাম খাঁটি কথা
সুখে থাকুক দেশের যত লোক।।

স্বাধীন মানে মায়ের চোখে জল?
দামাল ছেলে- সেসব দিনের কথা-
এগিয়ে চলা নৌকো ছলাতছল
যত্ন করে রাখিস স্বাধীনতা।।


ছবিঃমহাশ্বেতা রায়

আশুতোষ ভট্টাচার্য্যি নিয়মিত ছোটদের এবং বড়দের বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা