সবুজ মনের রসদ
Ichchhamoti Logo


তোমার বাড়িতে কি ছোট ভাই বা বোন আছে, যে কীনা বেজায় দস্যি, কিন্তু পছন্দসই হাতের কাজ পেলে খুব মন দিয়ে সেটা করে ফেলে? সেরকম কেউ যদি না থাকে, আর তুমি যদি একটু বড়ও হও, তাহলেও অসুবিধা নেই- এই মজার কিন্তু সহজ হাতের কাজটা করতে মন্দ লাগবে না। খুবই সহজে, কম সময়ে আর সাধারন কিছু জিনিষ দিয়েই তৈরি করে ফেলা যায় এই রঙচঙে কাগজের মাছ। আর সঙ্গে সঙ্গে শিখে ফেলা যায় বুনন বা weaving এর একটা প্রাথমিক পদ্ধতি; শিখে নেওয়া যায় টানাপড়েন/টানা-পোড়েন সম্পর্কেও।

রঙিন কাগজে বোনা মাছ তৈরি করতে যা যা লাগবেঃ
১। একটা বড় সাদা কাগজ, আর্ট পেপার হলে ভালো
২। ৫-৬ টা নানা রঙের কাগজ - A4 মাপের
৩। পেন্সিল, স্কেল, ইরেজার,
৪। কালো স্কেচ পেন
৫। আঠা
৬। ছোট কাঁচি
( সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে বসার খোলা জায়গা, হাতে খানিক সময়, আর মনে নতুন কিছু করার আনন্দ)

কাগজে বোনা মাছ !

১। সাদা কাগজে নিজের ইচ্ছেমত একটা মজাদার মাছের ছবি আঁকো।

কাগজে বোনা মাছ !

২। খুব সাবধানে, প্রয়োজনে বড়দের সাহায্য নিয়ে, দাগ বরাবর সেই মাছটাকে কেটে নাও।

কাগজে বোনা মাছ !

৩। এবার কাগজের মাছটাকে মাঝবরাবর লম্বালম্বি ভাঁজ কর।

কাগজে বোনা মাছ !

৪। ভাঁজের দাগ ধরে, ছবিতে যেভাবে দেখানো হয়েছে, সেভাবে একটু দূর দূর দিয়ে খানিকটা করে কেটে ফেল। এটা খুব সাবধানে করতে হবে।

কাগজে বোনা মাছ !

৫। সব'কটা অংশ যেন মোটামুটি সমান হয়, আর কাটা প্রান্তগুলো যেন একই রেখা বরাবর থাকে

কাগজে বোনা মাছ !
কাগজে বোনা মাছ !

৬। এরপরে তোমার পছন্দমত রঙিন কাগজ নাও। স্কেল দিয়ে মেপে সমান ভাবে প্রতিটা রঙের একটা করে ফালি কেটে নাও।

কাগজে বোনা মাছ !

৭। এবার একটা রঙের কাগজ নিয়ে শুরু। কর। সাদা কাগজের মাঝখানে আগে কাটা পরপর ফাঁকগুলি 'টানা' (warp) তৈড়ী করে দিয়েছে। এই টানার মধ্যে দিয়ে ওপর নিচ করে রঙিন কাগজগুলিকে 'পোড়েন' (weft) হিসাবে ব্যবহার করে আমরা মাছের রঙিন দেহটা বুনে তৈরি করব।

কাগজে বোনা মাছ !

৮। মনে রাখতে হবে, প্রথম পোড়েন যদি ওপর দিয়ে শুরু হয়, তাহলে পরেরটা শুরু হবে টানার তলা দিয়ে।

কাগজে বোনা মাছ !
কাগজে বোনা মাছ !

৯। এইবারে আমাদের টানাপোড়েন মাছের রঙিন বোনা দেহ তৈরি সম্পূর্ণ হয়েছে।

কাগজে বোনা মাছ !

১০। মাছের দেহ তো হল... কিন্তু তার পাখনা কই? পাখনা তৈরি হবে পোড়েনের বেরিয়ে থাকা অংশগুলো দিয়ে। স্কেলের সাহায্যে মাছের দেহের তলার দিকের বেরিয়ে থাকা অংশগুলির ওপরে কোণাকুনি দাগ টেনে নাও।

কাগজে বোনা মাছ !

১১। এভার দাগ অনুযায়ী কেটে নিলেই তৈরি মাছের দেহের নিচের দিকের দুটো পাখনা। একইভাবে কেটে তৈরি করে নাও ওপরের পাখনাটিও।

কাগজে বোনা মাছ !

১২। রঙিন পোড়েন গুলির কেটে ফেলা বাড়তি অংশ গুলিকে দিয়ে নিজের পছন্দমত সাজিয়ে ফেল মাছের লেজ ।

কাগজে বোনা মাছ !

১৩। একই ভাবে সাজিয়ে ফেল আর গায়ের বাকি অংশ।

কাগজে বোনা মাছ !

১৪। কালো স্কেচ পেন দিয়ে এঁকে ফেল মাছের চোখ। ব্যস, তোমার টানাপোড়েন মাছ একেবারে তৈরি।

কাগজে বোনা মাছ !

১৫। তোমার রঙিন টানাপোড়েন মাছকে ম্যাগ্‌নেটের সাহায্যে আলমারি বা ফ্রিজের গায়ে আটকে রাখো।

হাতের কাজের সঙ্গে সঙ্গে বুননের একটা পদ্ধতিও শেখা হয়ে গেল। এই মাছের সাহায্যে তুমি তোমার বন্ধুদের সহজেই বুঝিয়ে দিতে পারবে কেমন করে তাঁতে কাপড় বোনা হয়। সঙ্গে ফাউ হিসাবে বাঙলা ভাষার একটা খুব পরিচিত শব্দকে নতুন করে চেনাও হল।

আরোও তথ্যঃ
বাংলা ভাষায় টানাপোড়েন শব্দটি এসেছে তাঁত থেকে। ‘টানাপড়েন’ বানানটিও শুদ্ধ। তাঁতের ফ্রেমে বাঁধা দৈর্ঘ্যের সুতোকে টানা ও প্রস্থের সুতোকে বলা হয় পোড়েন। পোড়েনের সুতো মাকুতে জড়ানো থাকে। মাকু ডানে-বামে অনবরত আসা-যাওয়া করে। ওতেই তাঁতের কাপড় বোনা হয়।

-জিয়াউদ্দিন সাইমুম, ডেইলি বর্তমান ডট কম

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা