সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
যতীনের জুতো

। দ্বিতীয় দৃশ্য ।
(যতীনের বাড়ি। একমাস যেতে না যেতে চটি ছিঁড়ল। যতীন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হাতে একটা ছেঁড়া ঘুড়ি।)

যতীন : আমার কপালটাই মন্দ। একমাস তো হল না, এরই মধ্যে চটির একটা পাশ একটু হাঁ করে আছে। বাবা দেখলে যা বকবে! ওই তো মা আসছে।
(যতীনের মায়ের প্রবেশ)
মা : চটি আবার ছিঁড়েছে? পারিস বটে। ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা, নাহলে একেবারে যাবে।
যতীন : মুচির কাছে যেতে বলছ, পয়সা তো লাগবে।
মা : আমার কাছে বাপু পয়সা নেই। সেটি থাকে তোমার বাবার কাছে।
যতীন : ওরে বাবা! বাবার কাছে গেলে আর রক্ষে নেই। হাজারটা কৈফিয়েৎ দিতে হবে।
মা : তবে থাকো ছেঁড়া চটি পরে। আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটো। তা এখন রান্নাঘরের দিকে কেন?
যতীন : একটু আঠা দেবে মা?
মা : আঠা দিয়ে আবার কী করবি?
যতীন : দেখছ না ঘুড়িটা ছিঁড়ে গেছে। জোড়াতাড়া দিয়ে যতদিন সম্ভব টিঁকিয়ে রাখতে হবে যে!
(আঠা খুঁজে মা যতীনের দিকে এগিয়ে দেয়।)
মা : পারিসও বটে! এক্ষুনি নিশ্চয়ই বলবি মা একটু কাঁচিটা দেবে?
যতীন : ঠিক বলেছ মা। আমার সোনামণি মা! সুতো কাটতে কাঁচিটা তো লাগবেই।
মা : তবে আর কী! যাও, আমার সেলাইয়ের বাক্স ঘেঁটে ঘন্ট করে রেখে দিয়ে এসো।
যতীন : না গো মা, তোমার সেলাইয়ের বাক্স অত ঘাঁটব না। শুধু কাঁচিটা দেখে সেখান থেকে তুলে নেব। তুমি দেখে নিও।
মা : তা খাওয়া দাওয়া করবি, নাকি তা-ও মনে নেই?
যতীন : (ঘুড়িতে আঠা লাগাতে লাগাতে) দেখছ না, ঘুড়ির ল্যাজ লাগাচ্ছি। ছেঁড়া জায়গায় এখন তাপ্পি মারব। ঘুড়িটাকে বেশ করে ওড়াব। তারপর খেতে আসব।
মা : মনে থাকলে তবে না আসবি! যাও গিয়ে ঘুড়িটাকে ঠিক করে ওড়াও। ঘুড়ি উড়িয়েই দিন কাটাও।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা