খেলাঘরখেলাঘর

মজার পাতা

বলো তো দেখি কী---


১. আগে পা পরে পাখি, তিনটি আখর,
মধ্য ছাড়া করে পাক, দহন সত্বর।

২. বরফের বাড়ী নাম, চারবর্ণে শেষ,
গিরিরাজ সবে জানে,মাঝেতে জিনিষ। 

৩. চারঅক্ষরে নাম তার,প্রথমে নবীন,
আগেপিছে কিছু নহে,অন্তে গ্রহগণ।

৪. দুই দুই পিতাপুত্র, তালতলা দিয়ে যায়,
পড়লে তিন আঁটির তাল,সমান ভাগ কি পায়?

 

(উত্তর পরের পাতায়)

ডঃ জি.সি.ভট্টাচার্য ভূগোল নিয়ে পড়াশোনা করার পরে অধ্যাপনা শুরু করেন। কর্মসূত্রে বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শখ নিজের দেশে ভ্রমন, লেখালিখি, বইপড়া ও নতুন বন্ধুদের সাথে পরিচয়। অনেক পত্র পত্রিকায়-প্রিন্ট ও ই-মাধ্যমে-গল্প, কবিতা,প্রবন্ধ বাংলা, হিন্দী ও ইংরাজিতে ছাপা / প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য কিছু লেখা –ধাঁধা, ছড়া, গল্প ভারতের ও বাংলাদেশের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।