খেলাঘরখেলাঘর

মজার পাতা

 

১.  অন্তরেতে শুষ্ক সে যে জল নাহি তায়,
প্রথমার্দ্ধে মহাশক্তিমান,
আদি অন্তে জাতি দেখি অনার্য্যের প্রায়,
চারে মিলে পতঙ্গ সৃজন।

২. দশা বড় ভালো নয়,প্রথমার্দ্ধে তার,
চারে মিলে দশ হয়, মুখেতে যাহার।

৩.প্রথম দুইয়েতে বৃক্ষ, শেষ দুইয়ে লোকের বাস,
চারে মিলে পূজনীয়, দেবপূজা বারোমাস ।

৪.পাখি বলে সবে জানে, প্রথম দুইঅক্ষরে মীন,
শেষদুইয়ে লালবর্ণ, ভেবে নাম বলা সমীচীন  ।  

৫. তরল আছে যার প্রথমার্দ্ধে, বৃত্ত অবশেষে,
চারে, উৎসবের মধ্যমণি, মিষ্টান্ন বিশেষে ।

ডঃ জি.সি.ভট্টাচার্য ভূগোল নিয়ে পড়াশোনা করার পরে অধ্যাপনা শুরু করেন। কর্মসূত্রে বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শখ নিজের দেশে ভ্রমন, লেখালিখি, বইপড়া ও নতুন বন্ধুদের সাথে পরিচয়। অনেক পত্র পত্রিকায়-প্রিন্ট ও ই-মাধ্যমে-গল্প, কবিতা,প্রবন্ধ বাংলা, হিন্দী ও ইংরাজিতে ছাপা / প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য কিছু লেখা –ধাঁধা, ছড়া, গল্প ভারতের ও বাংলাদেশের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।