খেলাঘরখেলাঘর

মজার পাতা



বলো তো দেখি কী –

১.  একে চারে পর্ব তীজ, একে দুইয়ে বাণ,
      মাথা কাটো আন্দাজের, শেষে পাবে স্থান।

২. মধ্যেতে রাখিয়া পা, শ্রীকৃষ্ণ সন্মুখে,
    আদি অন্তে বড় গোল, তিনে কারে দেখে?
   

৩. চারটি অক্ষর, পরা একে তিনে জাগে,
    প্রথমার্দ্ধে জানোয়ার, নরপতি শেষ ভাগে।

 

৪. তিনবর্ণে মৎস্য শ্রেষ্ঠ, অপূর্ব স্বাদেতে, 
    ইশ… দেখি পেট নেই, পারো কি বলিতে?
   

৫. যোগহীন রাজযোগ, শেষার্দ্ধেতে বাট,
    চারে সুপ্রশস্ত, চলে  গাড়ী, ঘোড়া, ঠাট।

ডঃ জি.সি.ভট্টাচার্য ভূগোল নিয়ে পড়াশোনা করার পরে অধ্যাপনা শুরু করেন। কর্মসূত্রে বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শখ নিজের দেশে ভ্রমন, লেখালিখি, বইপড়া ও নতুন বন্ধুদের সাথে পরিচয়। অনেক পত্র পত্রিকায়-প্রিন্ট ও ই-মাধ্যমে-গল্প, কবিতা,প্রবন্ধ বাংলা, হিন্দী ও ইংরাজিতে ছাপা / প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য কিছু লেখা –ধাঁধা, ছড়া, গল্প ভারতের ও বাংলাদেশের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।