খেলাঘরখেলাঘর

মজার পাতা


১.   তল তুমি পাবে তার, সেটা জেনো ঠিক,
      যদি মাথা যায় ছাঁটা ,
      তিনে মিলে পাত্র হবে বেশ ভালো এক,
      মুকুল, গেলে পেট কাটা

২.    কম হবে শেষ ছাড়া, যন্ত্র মধ্য বিহনে,
   তিনেতে সুন্দর রূপ, পূজায় সবে আনে

 ৩.  শুরু ছাড়া অনাত্মীয়, শেষ ছাড়া চার
      মাছ ধরিতে গেলে,
      তিনে লাগে বিবাহেতে, শ্বেত বর্ণ তার
      বলো, নাম খুঁজে পেলে?

 ৪.   রামায়ণ পড় যদি, নাম তার পাবে
       চারটি অক্ষর,
       প্রথম দুইয়েতে কুলো, নিশাচরী ভাবে
       করি স্বয়ংবর

  ৫.  ধাঁধা যদি সোজা লাগে, সরল তা নয় 
       কঠিন ও হবে না, 
       আগে পিছে তল পাবে, তিনে নিরাকৃতি
       দেখো পারো কি না?           

ডঃ জি.সি.ভট্টাচার্য ভূগোল নিয়ে পড়াশোনা করার পরে অধ্যাপনা শুরু করেন। কর্মসূত্রে বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শখ নিজের দেশে ভ্রমন, লেখালিখি, বইপড়া ও নতুন বন্ধুদের সাথে পরিচয়। অনেক পত্র পত্রিকায়-প্রিন্ট ও ই-মাধ্যমে-গল্প, কবিতা,প্রবন্ধ বাংলা, হিন্দী ও ইংরাজিতে ছাপা / প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য কিছু লেখা –ধাঁধা, ছড়া, গল্প ভারতের ও বাংলাদেশের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।