খেলাঘরখেলাঘর



২. সুনামি (Tsunami)

সুনামি
জাপানে সুনামি হয়ে প্রায় দশ হাজার লোক মারা গেলো | ভূমিকম্প এবং তারপর সুনামির কারণে পারমাণবিক শক্তি কেন্দ্রে দুর্ঘটনা হয়ে হাজার হাজার লোক নিজেদের বাড়ী ঘর ছেড়ে আজ ত্রাণ শিবিরে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে | কিন্তু এই সুনামি কি এবং কেন হয় তা কি জানো? আসলে সমুদ্র তলের পাথরে আকস্মিক স্খলন হয়ে ভূমিকম্প হয় | এই ভূমিকম্প সমুদ্রের মাঝে এক বিরাট ঢেউএর সৃষ্টি করে | এই ঢেউ যতই ডাঙার কাছাকাছি আসে ঢেউএর উচ্চতা বাড়তে থাকে | অবশেষে যখন এই ঢেউ সমুদ্র কূলে আছড়ে  পরে, তখন তার উচ্চতা ৫ থেকে ১৫ মিটার হতে পারে | তবে তুমিই ভেবে দেখো, প্রায় দুতলা থেকে পাঁচ তলা  বাড়ির সমান উঁচু ঢেউ যখন সমুদ্র কূলে আছড়ে পরবে, তখন সে সমুদ্র কূলের মানুষ জন, ঘর বাড়িকে কি পরিমানে ক্ষতিগ্রস্ত করতে পারে |
 
৩. ডেভিলস টাওয়ার (Devil’s Tower)

ডেভিলস টাওয়ার
আমেরিকার Wyoming রাজ্যে ১২৬৭ ফিট উঁচু একটি পাহাড় আছে যার নাম ডেভিলস টাওয়ার | এই পাহাড়টি আসলে একটি স্তরভেদী গম্বুজাকৃতি আগ্নেয়শিলা যার  আশে-পাশের পাথর প্রকৃতির নিয়মে ক্ষয় হয়ে গিয়েছে | মাটি থেকে সটান ওপরে ওঠা এই পাহাড়টি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয় |
আদ্যিকাল থেকেই নেটিভ আমেরিকানরা (রেড ইন্ডিয়ান) এটিকে একটি পবিত্র স্থান হিসেবে মান্য করে চলতো | স্টিফেন স্পিলবার্গ তাঁর সুপারহিট চলচ্চিত্র “Close Encounters of the Third Kind” -এ এই পাহাড়টিকে দেখিয়েছেন | লক্ষ লক্ষ বছর আগে সমুদ্র তলের পাথর ভেদ করে যে ম্যাগমা উঠে এসেছিলো তাই পরে আগ্নেয় শিলা হয়ে গেছিলো |  আশে-পাশের স্তরীয় শিলা ক্ষয় হয়ে যাওয়াতে এই বিশাল আগ্নেয় শিলা আজ পৃথিবী বুকে এক আজব পাহাড় হয়ে আমাদের সামনে দেখা দিয়েছে |

ইন্দ্রনীল ভট্টাচার্য্যি ফলিত ভূতত্ব নিয়ে পড়াশোনা করেছেন। পেশায় ভূতাত্বিক হলেও আসল নেশা ফটোগ্রাফি এবং লেখালিখি। কাজের সূত্রে ঘুরে বেড়িয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তে, অস্ট্রেলিয়া এবং মঙ্গোলিয়ায়। ভূতাত্বিক হওয়ার সুবাদে প্রকৃতির নিত্য পরিবর্তনকে এবং ক্রিয়া-প্রক্রিয়াকে সহজে অনুভব এবং বিশ্লেষণ করেন।