খেলাঘরখেলাঘর


দুর্গাপুজোর হইচই শুরু হয়ে গেছে। পাড়ায় পাড়ায় নানাধরণের মন্ডপ, হরেক রকম আলোকসজ্জা, বিভিন্ন ধরণের থিমে সেজে উঠছে পুজো মন্ডপগুলি। তবে থিম যাই হোক না কেন,  একটা আদত থিমের কিন্তু কোন পরিবর্তন হয়না। কোনটা বলব? সেই থিমটা হল ছেলে-মেয়ে সহ মা দুর্গার বাহনের থিম। মন্ডপে মন্ডপে মায়ের সাজ সজ্জা বদলে যায়,  ভাব বদলে যায় - কোথাও তিনি অসুরদলনী, কোথাও বা তিনি জগজ্জননী - কিন্তু পায়ের কাছে তাঁর সবসময়েই বাহন সিংহ। ঠিক যেমন লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর রাজহাঁস, কার্তিকের ময়ূর, গণেশের ইঁদুর, শিবের ষাঁড়...
হিন্দু পুরাণে, সমস্ত দেবদেবীরই একজন করে বাহন আছে।   অনেক সময়ে সেই দেব বা দেবীর বাহনের সদর্থক গুণগুলি সেই দেবতার প্রতীকের মত হয়। যেমন শিবের বাহন ষাঁড়, শক্তি এবং পৌরুষের প্রতীক।
এই বাহন পশু বা পাখীর আরো একটা জিনিষের প্রতীক। এগুলি সেই সব দোষের প্রতীক, যেগুলিকে প্রতি দেব বা দেবী পরাস্ত করতে চান।
তাহলে দেখে নেওয়া যাক, আমাদের পরিচিত বাহনেরা কে কিসের প্রতীক।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।