খেলাঘরখেলাঘর




রাজহাঁসঃ
দেবী সরস্বতীর বাহন। বলা হয়, রাজহাঁস জল আর দুধের মিশ্রণ থেকে দুধ আলাদা করে নিতে পারে। এই সূক্ষ্ম প্রভেদ ক্ষমতা রাজহাঁসকে করে তোলে সৃষ্টিশীলতা আর জ্ঞানের প্রতীক।তার গায়ের সাদা রঙ শ্রেষ্ঠতার প্রতীক।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।