খেলাঘরখেলাঘর



ময়ূরঃ
ময়ূর কার্তিকের বাহন। ময়ুর তার রূপ নিয়ে অসম্ভব গর্বিত - যা আসলে তার একটা দোষ। তাই ময়ূর কার্তিকের পদতলে থাকে। তিনি আমাদের আত্মঅহঙ্কার থেকে মুক্তি দিতে চান। সদর্থক ভাবে দেখতে গেলে, ময়ূরের এই গর্ব ঈশ্বরের আরাধনায় বিশ্বাসী ভক্তের গর্ব।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।