খেলাঘরখেলাঘর



সিংহ ঃ
দেবী দুর্গার বাহন, যাকে ছাড়া দেবীর সাজ অসম্পূর্ণ। পুরাণ মতে, দুর্গা যখন মহিষাসুরকে বধ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন হিমালয় তাঁকে বাহন রূপে এক সাদা সিংহ দেন।  আসুরিক শক্তিকে পরাভূত করার জন্য সিংহ শক্তি এবং যুদ্ধকৌশলের প্রতীক।অন্যদিকে, সিংহ পশুদের মধ্যে সেরা। সে আবার লোভ, লালসা এবং মোহেরও প্রতীক। সিংহবাহিনী দুর্গা মানুষের মধ্যে এইসব পাশবিক প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করেন।

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।