খেলাঘরখেলাঘর



সিংহ যদিও মা দুর্গার বাহন, কিন্তু লোককথা মতে মা দুর্গা কৈলাশ থেকে বাপের বাড়ি আসা এবং যাওয়ার সময়ে ঘুরিয়ে ফিরিয়ে হাতি, ঘোড়া, দোলা আর নৌকা ব্যবহার করেন। একেকটির ব্যবহারে পৃথিবীর ওপর একেক রকমের প্রভাব পড়ে। মা এইবার হাতির পিঠে চেপে এসেছেন, তার ফল -শস্যপূর্ণা বসুন্ধরা। ফিরে যাবেন নৌকা চেপে। তার ফল- শস্যবৃদ্ধি, ধনবৃদ্ধি।

মহাশ্বেতা রায়
কলকাতা

ছবিঃ
দেবকুমার বেরা
চন্দনা রায়

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।